রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-চাচাকে মারধর, গ্রেপ্তার ৫

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-চাচাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-চাচাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভুক্তভোগীর চাচা এবং ভাইকে মারপিট ও হত্যাচেষ্টা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১০ জুলাই) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার মো. ঈশার ছেলে মো. নাহিদ (২০), মো. আজিমের ছেলে মো. জয় (২১), মো. মিজানের ছেলে মো. মারুফ (২১), পলাশের ছেলে রাকেশ (২০) ও মো. হাইদুলের ছেলে মাহি (২০)।

র‌্যাব সূত্র জানায়, গত প্রায় ৫ মাস আগে একই এলাকার ভুক্তভোগী মোসা. খাদিজা আক্তার বর্ষা (১৬) ও মোসা. নিশি খাতুন (১৭) প্রাইভেট পড়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে গ্রেপ্তারকৃত আসামিরা বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে। পরে ভুক্তভোগীর চাচা উক্ত আসামিদের ইভটিজিং করতে নিষেধ করলে মারপিট শুরু করে এবং ভ্যানের পিছনে ভুক্তভোগীর বাড়ির সামনে আসলে এক ভুক্তভোগীর বাবা এই আসামিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা তাকেও মারপিটের হুমকি দেয়।

ওই ঘটনার জেরে ভুক্তভোগীর এক ভাই গত মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্তত ২০-২৫ জন লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে এই ৫ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

১০

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

১১

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

১২

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

১৩

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

১৪

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

১৫

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

১৬

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

১৭

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

১৮

ভালোবাসার এক বছর 

১৯

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

২০
X