মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মোংলায় নিলামে কেনা গাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

নিলামে কেনা গাড়িতে আগুন। ছবি : কালবেলা
নিলামে কেনা গাড়িতে আগুন। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডে নিলামে কেনা একটি গাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ২নং কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এ ঘটনা ঘটে। এতে গাড়িচালক গুরুতর আহত হন। পরে বন্দরের ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহত গাড়িচালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি এসেছিলেন নিলামে কেনা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।

বন্দর সূত্রে জানায়, মোংলা বন্দর জেটির স্যাড ও ইয়ার্ডে অনেক আমদানিকারকদের জাপানি বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি রাখা আছে। এ ছাড়া সেড-২ ও ১নং কার ইয়ার্ডেও প্রচুর পরিমাণে সারিবদ্ধ করে রাখা ছিল অনেক গাড়ি। এর মধ্যে কিছু গাড়ি কর্তৃপক্ষ নিলাম দেয়। ওই নিলামে খরিদ করা এক ক্রেতা বৃহস্পতিবার দুপুরে তার খরিদকৃত হায়েস গাড়ি বন্দর জেটি থেকে বের করতে যায়। এ সময় চালক গাড়িটি স্টার্ট করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপর বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। চালকের শরীর আগুনে বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে মোংলা বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু বেশ কয়েক মাস আগে গাড়িটি আমদানি করা হয়। নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড় না করায় কাস্টম কর্তৃপক্ষ গাড়িটি নিলামে তুলেছেন। হয়তো দীর্ঘদিন পড়ে থেকে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে আগুন লাগতে পারে।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জান মুনসি জানান, আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের সহকারী ট্র্যাফিক ম্যানেজার শামীম হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে ওই কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত, জেনে নিন

আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না : সালাহউদ্দিন

আজ বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত? 

শিশু সাজিদকে অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো মানুষের ঢল

তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসার, নিয়ন্ত্রণের ৫ উপায় জেনে নিন

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ইসলামিক জীবনধারায় ‘ইসলামিক স্মার্ট সিটি’র যাত্রা

পরপর ৩ জুমা না পড়লে যা ঘটে

ডাফির দাপটে তিন দিনেই কিউইদের টেস্ট জয়

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

১০

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

১১

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১২

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

১৩

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১৪

স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

১৫

জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৭

মেট্রো চলাচল নিয়ে স্বস্তির বার্তা ডিএমটিসিএলের

১৮

বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

১৯

নিষ্ঠার সঙ্গে কাজ করতে সদস্যদের প্রতি বিমানবাহিনী প্রধানের আহ্বান

২০
X