মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মোংলায় নিলামে কেনা গাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

নিলামে কেনা গাড়িতে আগুন। ছবি : কালবেলা
নিলামে কেনা গাড়িতে আগুন। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডে নিলামে কেনা একটি গাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ২নং কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এ ঘটনা ঘটে। এতে গাড়িচালক গুরুতর আহত হন। পরে বন্দরের ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহত গাড়িচালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি এসেছিলেন নিলামে কেনা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।

বন্দর সূত্রে জানায়, মোংলা বন্দর জেটির স্যাড ও ইয়ার্ডে অনেক আমদানিকারকদের জাপানি বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি রাখা আছে। এ ছাড়া সেড-২ ও ১নং কার ইয়ার্ডেও প্রচুর পরিমাণে সারিবদ্ধ করে রাখা ছিল অনেক গাড়ি। এর মধ্যে কিছু গাড়ি কর্তৃপক্ষ নিলাম দেয়। ওই নিলামে খরিদ করা এক ক্রেতা বৃহস্পতিবার দুপুরে তার খরিদকৃত হায়েস গাড়ি বন্দর জেটি থেকে বের করতে যায়। এ সময় চালক গাড়িটি স্টার্ট করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপর বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। চালকের শরীর আগুনে বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে মোংলা বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু বেশ কয়েক মাস আগে গাড়িটি আমদানি করা হয়। নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড় না করায় কাস্টম কর্তৃপক্ষ গাড়িটি নিলামে তুলেছেন। হয়তো দীর্ঘদিন পড়ে থেকে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে আগুন লাগতে পারে।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জান মুনসি জানান, আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের সহকারী ট্র্যাফিক ম্যানেজার শামীম হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে ওই কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহাসড়কে তল্লাশি জোরদার

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন তারিখ নির্ধারণ

বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না : নাহিদ ইসলাম

কিডনি খারাপ হওয়ার আগে সংকেত দেয় চোখ, যে ৫ লক্ষণে বুঝবেন

সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের, ব্যাখ্যার দাবি

ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে ভিশনারি নেতা লাগবে : ববিপ্রবি ভিসি

খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ফয়সালের স্ত্রী-শ্যালকসহ তিনজন ৫ দিনের রিমান্ড

১০

পর্দায় কাউকে চুমু খাবেন না জর্জ ক্লুনি

১১

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে 

১২

র‌্যাক সিরামিক নবায়ন করল মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি

১৩

নারীদের একমাত্র কাজ স্বামীর সঙ্গে থেকে সন্তান জন্মদান : প্রার্থীর বিতর্কিত মন্তব্য

১৪

মোবাইল ফোনের দাম নিয়ে সুখবর দিল এনবিআর

১৫

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শিহাব ও আমিরুল

১৬

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত

১৭

টিকিটের টাকা ফেরত না দেওয়ায় ৫ জনের বিরুদ্ধে মামলা

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ১১ পদের ফলাফল ঘোষণা

১৯

শকুনেরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে : সারজিস

২০
X