নওগাঁ পত্নীতলায় সাপের দংশনে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার উত্তরামপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশুর নাম মরিয়ম। সে উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুলের মেয়ে।
সাপে কেটে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন।
ওসি বলেন, শিশু মরিয়ম বাড়ির উঠানে খেলাধুলা করার সময় একটি বিষাক্ত সাপ এসে কামড় দেয়। এরপর শিশুর মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন