সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উপনির্বাচন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪, আটক ২

সাতক্ষীরার আশাশুনির উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর সংঘর্ষ। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনির উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর সংঘর্ষ। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় উপনির্বাচন নিয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে আশাশুনি উপজেলার খাজরায় ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল যোগে খাজরা ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় খাজরার সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ শাহ নেওয়াজ ডালিমের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছলে ঘোড়া ও আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। এ ছাড়া আনারস প্রতীকের দুজনকে আটকে রেখে তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম।

হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে অহিদুল ইসলাম বলেন, ঘোড়া প্রতীকের সমর্থক আমিরুল ইসলাম, মাসুদ রানা, তুহিন, আনারুল ইসলাম, রবি, হজরত আলী, ইউসুফ আলী, জুয়েল হোসেন, মোস্তাকিম, সিরাজুল ইসলাম সঙ্ঘবদ্ধ হয়ে আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ শাহ নেওয়াজ ডালিম বলেন, তার বাড়ি সংলগ্ন রাস্তায় অবস্থানরত সাধারণ মানুষকে আনারস প্রতীকের সমর্থকরা অন্যায়ভাবে সিমেন্টের ব্লক ছুড়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় রেহেনা পারভিন, সাইফুল ইসলামসহ ৭-৮ জন আহত হন। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে স্থানীয়রা।

তবে ডালিমের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ অহিদুল ইসলাম। এ সংঘর্ষের ঘটনায় তুয়ারডাঙ্গা ও গদাইপুর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. ফজলুর রহমান, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয়পক্ষের সঙ্গে কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১০

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১১

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১২

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৩

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৪

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৫

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৬

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৭

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৮

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৯

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

২০
X