নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সিঁধ কাটা ঘর থেকে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা কবিরাজের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম উত্তর সারিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।
আরও পড়ুন : ঘরে মিলল কাউন্সিলরের অর্ধগলিত লাশ
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে শ্বাসরোধে হত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ওহিদুর রহমান কালবেলাকে বলেন, বৃদ্ধা ওই নারী গ্রামে ঝাড়ফুঁকসহ কবিরাজি করতেন। ঘরে একা থাকার সুবাধে পূর্ব শত্রুতার জেরে কেউ সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। সকালে আশপাশের লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, স্বামীহারা বৃদ্ধা ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ছেলে চট্টগ্রাম এবং মেয়ে ঢাকায় বসবাস করায় তিনি বাড়িতে একাই থাকতেন। কবিরাজি করতে গিয়ে কারও সঙ্গে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও ধারণা এ জনপ্রতিনিধির।
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন