ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানি অভিযোগে গ্রেপ্তার হলেন সেই প্রধান শিক্ষক

গ্রেপ্তার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন। ছবি : কালবেলা
গ্রেপ্তার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন। ছবি : কালবেলা

যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টায় জেলার কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান অভিযুক্ত টিটনকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।

থানা পুলিশ এবং ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে রোববার দুপুর ১১টায় বিদ্যালয়ের দশম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী কোতোয়ালি থানায় উপস্থিত হয়। প্রধান শিক্ষক টিটনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে তারা। পরে শিক্ষার্থীরা দুপুর পৌনে ২টায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে খুলে বলে। এরপর বিকাল সাড়ে ৩টায় কোতোয়ালি থানা পুলিশ ওই প্রধান শিক্ষক টিটনকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত ওই টিটন ২০০৯ সাল থেকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে গত এক যুগের বেশি সময় ধরে বিশেষ করে দশম শ্রেণির ছাত্রীরা তার বিকৃত যৌন লালসার শিকার হয়েছে বলে জানা যায়। শ্রেণিকক্ষেই ছাত্রীদের গায়ে হাত দিতেন তিনি। নিজ বাসায় প্রাইভেট কোচিং করানোর সময় শিক্ষার্থীদের একাকী পেলে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, ফেসবুক মেসেঞ্জারে উত্তেজনাকর আলাপচারিতাসহ পর্ন ছবি ও ভিডিও পাঠিয়ে বশে আনতেন তিনি। ফাঁদে পড়ে তার সঙ্গে অনেক ছাত্রী ঘনিষ্ঠ হতে বাধ্য হয়েছেন।

সহসাই যারা তার সঙ্গে ঘনিষ্ঠ হতো তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাস করিয়ে দিতেন। আর যারা তার কুপ্রস্তাবে রাজি হতো না তাদের ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখাতেন। অবশেষে তার এ নৈতিকতা বিবর্জিত হীন মস্তিষ্কের বিকৃত লালসার বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ১০ম শ্রেণির সাহসী কিছু শিক্ষার্থীর প্রতিবাদে গ্রেপ্তার হলেন জয়নুল আবেদীন টিটন।

গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান কালবেলাকে বলেন, আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করে। এ অভিযোগের সত্যতা পেলে বিকেলে তাকে আমরা তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৩

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ভয়াবহ সংকটে ইরান, সরকারি ভবনে ঢুকে পড়ার চেষ্টা

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

‘বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক’

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

১০

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

১১

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

১২

নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব : প্রধান উপদেষ্টা

১৩

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

১৪

খালেদা জিয়ার মৃত্যু / সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

১৬

আপনার নেতৃত্ব ভারত-বাংলাদেশের অংশীদারত্বে ‘নতুন সূচনা’ নিশ্চিত করবে

১৭

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

১৮

বিশ্বরঙে চলছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ বছর আগের স্মৃতিতে কাতর স্কুলশিক্ষক

২০
X