শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানি অভিযোগে গ্রেপ্তার হলেন সেই প্রধান শিক্ষক

গ্রেপ্তার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন। ছবি : কালবেলা
গ্রেপ্তার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন। ছবি : কালবেলা

যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টায় জেলার কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান অভিযুক্ত টিটনকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।

থানা পুলিশ এবং ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে রোববার দুপুর ১১টায় বিদ্যালয়ের দশম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী কোতোয়ালি থানায় উপস্থিত হয়। প্রধান শিক্ষক টিটনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে তারা। পরে শিক্ষার্থীরা দুপুর পৌনে ২টায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে খুলে বলে। এরপর বিকাল সাড়ে ৩টায় কোতোয়ালি থানা পুলিশ ওই প্রধান শিক্ষক টিটনকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত ওই টিটন ২০০৯ সাল থেকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে গত এক যুগের বেশি সময় ধরে বিশেষ করে দশম শ্রেণির ছাত্রীরা তার বিকৃত যৌন লালসার শিকার হয়েছে বলে জানা যায়। শ্রেণিকক্ষেই ছাত্রীদের গায়ে হাত দিতেন তিনি। নিজ বাসায় প্রাইভেট কোচিং করানোর সময় শিক্ষার্থীদের একাকী পেলে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, ফেসবুক মেসেঞ্জারে উত্তেজনাকর আলাপচারিতাসহ পর্ন ছবি ও ভিডিও পাঠিয়ে বশে আনতেন তিনি। ফাঁদে পড়ে তার সঙ্গে অনেক ছাত্রী ঘনিষ্ঠ হতে বাধ্য হয়েছেন।

সহসাই যারা তার সঙ্গে ঘনিষ্ঠ হতো তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাস করিয়ে দিতেন। আর যারা তার কুপ্রস্তাবে রাজি হতো না তাদের ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখাতেন। অবশেষে তার এ নৈতিকতা বিবর্জিত হীন মস্তিষ্কের বিকৃত লালসার বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ১০ম শ্রেণির সাহসী কিছু শিক্ষার্থীর প্রতিবাদে গ্রেপ্তার হলেন জয়নুল আবেদীন টিটন।

গ্রেপ্তারের বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান কালবেলাকে বলেন, আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করে। এ অভিযোগের সত্যতা পেলে বিকেলে তাকে আমরা তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মন ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

১০

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

১১

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

১২

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

১৩

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

১৪

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

১৫

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

১৬

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

১৭

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

১৮

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস

১৯

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

২০
X