সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থমথমে পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে হল ছাড়ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে শাহ আমানত হল, আলাওল হল, এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল ও বঙ্গবন্ধু হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেওয়ায় গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলে বলা হয়।
হলত্যাগ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়া নিয়ে ভয় ও শঙ্কা বিরাজ করছে। এছাড়া ইউজিসির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে এমন চিন্তা করে হল ছাড়ছেন তারা।
এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে কোনো ক্লাসই হয়নি। চলছে অচলাবস্থা। এদিকে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হাতে শিক্ষার্থী নিহত হলো। সব নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই বাড়ি ফিরছি।
মন্তব্য করুন