হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচালকের ছুরিকাঘাতে নিহত ২

অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া। আসামি অটোরিকশাচালকের নাম মো. আরিফ।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় রাস্তার মধ্যে একটি বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অটোরিকশাচালক দোকান থেকে ছুরি কিনে বাসচালককে মারতে হাটহাজারী আমান বাজারে আসে। সেখানে ট্রাকচালকের কাছে বাসের বিষয়ে জিজ্ঞেস করে।

জবাবে ট্রাকচালক বাস দিয়ে কি করবে জিজ্ঞেস করলে অটোরিকশাচালক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ ঘটনা দেখে আরেক বাস থেকে নেমে আসে বাসের হেলপার মো. মানিক। অটোরিকশাচালককে ধরতে গেলে তাকেও এলোপাতারি ছুরিকাআঘাত করা হয়। সেখানে দুজন মাটিতে লুটে পড়েন।

হাটহাজারী থেকে শহরে একটি ডিবি পুলিশের টিম যাওয়ার পথে ঘটনাটি দেখে অটোরিকশাচালক আরিফকে ধরতে সক্ষম হয়। পরে তারা হাটহাজারী মডেল থানাকে খবর দিলে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান কালবেলাকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলী আকবর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মানিকের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছি। আসামি অটোরিকশাচালক মো. আরিফকে বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

১০

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১১

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১২

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১৩

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৪

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৫

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৬

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

১৭

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

১৮

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

১৯

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

২০
X