হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচালকের ছুরিকাঘাতে নিহত ২

অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া। আসামি অটোরিকশাচালকের নাম মো. আরিফ।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় রাস্তার মধ্যে একটি বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অটোরিকশাচালক দোকান থেকে ছুরি কিনে বাসচালককে মারতে হাটহাজারী আমান বাজারে আসে। সেখানে ট্রাকচালকের কাছে বাসের বিষয়ে জিজ্ঞেস করে।

জবাবে ট্রাকচালক বাস দিয়ে কি করবে জিজ্ঞেস করলে অটোরিকশাচালক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ ঘটনা দেখে আরেক বাস থেকে নেমে আসে বাসের হেলপার মো. মানিক। অটোরিকশাচালককে ধরতে গেলে তাকেও এলোপাতারি ছুরিকাআঘাত করা হয়। সেখানে দুজন মাটিতে লুটে পড়েন।

হাটহাজারী থেকে শহরে একটি ডিবি পুলিশের টিম যাওয়ার পথে ঘটনাটি দেখে অটোরিকশাচালক আরিফকে ধরতে সক্ষম হয়। পরে তারা হাটহাজারী মডেল থানাকে খবর দিলে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান কালবেলাকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলী আকবর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মানিকের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছি। আসামি অটোরিকশাচালক মো. আরিফকে বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু

এসএসসি পাসেই চাকরির সুযোগ

ভারতে পালাতে গিয়ে সিলেট সীমান্তে ব্যবসায়ী আটক

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

দেখে নিন রাশিফল, কেমন যাবে আপনার ছুটির দিনটি?

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

১৩ সেপ্টেম্বর, ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

দুপুরের মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের শঙ্কা

সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আহত ৯৪৮ শিক্ষার্থী 

১০

টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা 

১১

দুপুরে দেশে ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৮ বাংলাদেশি

১২

প্রবাসীদের জন্যে সুখবর

১৩

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

১৪

সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন আহমাদুল্লাহ

১৫

নিখোঁজের দু’মাস পর / আশুলিয়া থেকে অস্ট্রেলিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার 

১৬

সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

১৭

রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই নাশকতাকারী আটক

১৮

ঔষধ শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস বিএনপির

১৯

তেজগাঁও কলেজ থেকে মুছে দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম 

২০
X