শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচালকের ছুরিকাঘাতে নিহত ২

অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া। আসামি অটোরিকশাচালকের নাম মো. আরিফ।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় রাস্তার মধ্যে একটি বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অটোরিকশাচালক দোকান থেকে ছুরি কিনে বাসচালককে মারতে হাটহাজারী আমান বাজারে আসে। সেখানে ট্রাকচালকের কাছে বাসের বিষয়ে জিজ্ঞেস করে।

জবাবে ট্রাকচালক বাস দিয়ে কি করবে জিজ্ঞেস করলে অটোরিকশাচালক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ ঘটনা দেখে আরেক বাস থেকে নেমে আসে বাসের হেলপার মো. মানিক। অটোরিকশাচালককে ধরতে গেলে তাকেও এলোপাতারি ছুরিকাআঘাত করা হয়। সেখানে দুজন মাটিতে লুটে পড়েন।

হাটহাজারী থেকে শহরে একটি ডিবি পুলিশের টিম যাওয়ার পথে ঘটনাটি দেখে অটোরিকশাচালক আরিফকে ধরতে সক্ষম হয়। পরে তারা হাটহাজারী মডেল থানাকে খবর দিলে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান কালবেলাকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলী আকবর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মানিকের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছি। আসামি অটোরিকশাচালক মো. আরিফকে বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১০

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১১

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১২

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৩

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৪

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৬

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৭

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৯

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

২০
X