হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচালকের ছুরিকাঘাতে নিহত ২

অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া। আসামি অটোরিকশাচালকের নাম মো. আরিফ।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় রাস্তার মধ্যে একটি বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অটোরিকশাচালক দোকান থেকে ছুরি কিনে বাসচালককে মারতে হাটহাজারী আমান বাজারে আসে। সেখানে ট্রাকচালকের কাছে বাসের বিষয়ে জিজ্ঞেস করে।

জবাবে ট্রাকচালক বাস দিয়ে কি করবে জিজ্ঞেস করলে অটোরিকশাচালক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ ঘটনা দেখে আরেক বাস থেকে নেমে আসে বাসের হেলপার মো. মানিক। অটোরিকশাচালককে ধরতে গেলে তাকেও এলোপাতারি ছুরিকাআঘাত করা হয়। সেখানে দুজন মাটিতে লুটে পড়েন।

হাটহাজারী থেকে শহরে একটি ডিবি পুলিশের টিম যাওয়ার পথে ঘটনাটি দেখে অটোরিকশাচালক আরিফকে ধরতে সক্ষম হয়। পরে তারা হাটহাজারী মডেল থানাকে খবর দিলে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান কালবেলাকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলী আকবর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মানিকের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছি। আসামি অটোরিকশাচালক মো. আরিফকে বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, বিপদে পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

রাজধানীতে আজ কোথায় কী

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১০

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১১

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৫

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

১৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৭

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

১৮

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

১৯

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

২০
X