হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশাচালকের ছুরিকাঘাতে নিহত ২

অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মো. আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে নগরের আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার মো. মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া। আসামি অটোরিকশাচালকের নাম মো. আরিফ।

জানা গেছে, ফটিকছড়ি উপজেলায় রাস্তার মধ্যে একটি বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অটোরিকশাচালক দোকান থেকে ছুরি কিনে বাসচালককে মারতে হাটহাজারী আমান বাজারে আসে। সেখানে ট্রাকচালকের কাছে বাসের বিষয়ে জিজ্ঞেস করে।

জবাবে ট্রাকচালক বাস দিয়ে কি করবে জিজ্ঞেস করলে অটোরিকশাচালক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ ঘটনা দেখে আরেক বাস থেকে নেমে আসে বাসের হেলপার মো. মানিক। অটোরিকশাচালককে ধরতে গেলে তাকেও এলোপাতারি ছুরিকাআঘাত করা হয়। সেখানে দুজন মাটিতে লুটে পড়েন।

হাটহাজারী থেকে শহরে একটি ডিবি পুলিশের টিম যাওয়ার পথে ঘটনাটি দেখে অটোরিকশাচালক আরিফকে ধরতে সক্ষম হয়। পরে তারা হাটহাজারী মডেল থানাকে খবর দিলে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান কালবেলাকে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলী আকবর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সিএনজিচালিত অটোরিকশাচালক দুজনকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কী কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মানিকের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছি। আসামি অটোরিকশাচালক মো. আরিফকে বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

বড় ভূমিকম্পের আগাম বার্তা

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

১০

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

১১

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

১২

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

১৩

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

১৪

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

১৫

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

১৬

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১৭

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১৮

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

২০
X