সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৬ মামলায় আসামি ১ হাজার

সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে গত এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এক হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ওই ৬ মামলা ছাড়াও বিভিন্ন নাশতকতার মামলায় জেলাব্যাপী গত ৭ দিনে ১৪১ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সদর থানার ওসি সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহে পুলিশের কাজে বাধা দেওয়া, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে সদর থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই এসআই সোহাগ বাদী হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞাতনামা ৭০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৯ জুলাই এসআই মুস্তাকিন বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে আক্রমণের অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ২০ জুলাই পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দানিউল বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও ২৩ জুলাই বহুলী ইউনিয়নের মাহবুবুর রহমান মুক্তা নামে এক ব্যক্তি বাদী হয়ে তার উপর হামলাসহ বেইলী ব্রিজ ভাঙচুর, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে সহিংসতার ঘটনায় এসআই রমেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এসব মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, কড্ডার মোড় অবরোধ করে পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার অভিযোগে এসআই আলমগীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪শ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির শূন্য আসনে মনোনয়ন পেলেন যারা

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

কাশিমপুর থেকে ২৬ বছর পর পাকিস্তানি নাগরিকের মুক্তি  

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

১০

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

১১

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

১২

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

১৩

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৪

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১৫

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১৬

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১৭

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

১৮

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

১৯

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

২০
X