পাঁচ দিন পর নাটোরে আন্তঃজেলা এবং দূরপাল্লার রুটের যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল দশটা থেকেই নাটোর বড়হরিশপুর বাস স্ট্যান্ড থেকে আন্তঃজেলা এবং ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়। আবার অন্য জেলা থেকে বাস নাটোর দিয়ে যাতায়াত শুরু হয়। এতে জনমনে স্বস্তি নেমে এসেছে। কোটা আন্দোলন ও সহিংসতা ঘিরে অনেকেই আত্মীয়বাড়ি এবং বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন। বাস চলাচলে তারা নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে যেতে পারছেন বলে স্বস্তি প্রকাশ করেন।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, বিভিন্ন জেলার মালিক সমিতির সঙ্গে বৈঠকের পরে যাত্রীবাহী বাস সীমিত আকারে চলাচল শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য যা যা প্রয়োজন করা হবে।
মন্তব্য করুন