কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় কাউন্সিলর ইসরাফিল প্রধান জড়িত। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নাশকতার অভিযোগে করা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাভোগ করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন হওয়ার পর থেকেই ইসরাফিল প্রধান ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।
মন্তব্য করুন