বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

উদ্ধারকৃত সাপের বিষসহ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। ছবি : কালবেলা
উদ্ধারকৃত সাপের বিষসহ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। ছবি : কালবেলা

অবৈধপথে ভারতে পাচারের সময় দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা থেকে ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে ৪টার দিকে বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষ উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা বলে জানান জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) সদস্যরা।

জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিরামপুর উপজেলার ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে জয়পুরহাট ২০ বিজিবির আওতায় বিরামপুরের ঘাসুরিয়া ক্যাম্পের টহলরত নায়েব সুবেদার আনিছুর রহমানের টহলদল ঘাসুরিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় বিরামপুর সীমান্তের ২৮৯/৪১ পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদরপুর মাঠে মালিকবিহীন অবস্থায় ২টি কাচের জার উদ্ধার করা হয়। গোলাপি ও সাদা রঙের দুটি জার থেকে ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।

ঘাসুরিয়া সীমান্তে ১৬ কোটি ২ লাখ ৯০ টাকার সাপের বিষ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকার কালবেলাকে জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ এপ্রিল বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি ২০ লাখ টাকা।

অপরদিকে এর আগে চলতি বছরের ১০ মে বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ২৯০/২৭ এস হতে আনুমানিক ২০ গজের মধ্যে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি ২০ লাখ টাকা।

এ সময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভেতরে রক্ষিত অবস্থায় সাদা রঙের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। মোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। এ বিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

১০

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

১১

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

১২

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

১৪

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

ভাইয়া ডাকলে ভালো লাগবে, শিক্ষার্থীকে তারেক রহমান

১৬

আপনি অলস না পরিশ্রমী, জানিয়ে দেবে ছবিতে কী দেখছেন আগে

১৭

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

১৮

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

১৯

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

২০
X