কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নাশকতার মামলায় আসামি আ.লীগ নেতাকর্মীরাও, গ্রেপ্তার ৩১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা করার অপরাধে ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় দুটি মামলা হয়েছে। গত ২৩ জুলাই মামলার পর এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ।

নাশকতা মামলায় জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কার পরাজিত প্রার্থীর পক্ষে নির্বাচন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তাদের আসামি করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল হোসেন ওরফে আবুল মেম্বারকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের করা নাশকতা মামলার ৪১ নম্বর আসামি করা হয়েছে। তিনি ওই এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। একই অভিযোগ বাস্তা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শামিম মোল্লার পরিবারের।

৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মমিন মোল্লা অভিযোগ করে বলেন, ‘বড় ভাইকে দেখেই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। অথচ মামলায় আমার ভাইকে আসামি করে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানতে গিয়ে জনসমক্ষে পুলিশের মার খেয়েছি, এটা খুবই লজ্জাজনক।’

তা ছাড়া পুলিশ বাদী হয়ে এ মামলায় আসামি করেছে সরকারদলীয় সংগঠন কৃষক লীগের বাস্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর হোসেন, বাস্তা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মিলন হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফালু মিয়া, যুবলীগ নেতা আলমগীর হোসেন, মো. কামাল ও জিয়াকে। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় এবং প্রভাবশালী সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আমবাগিচায় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮৮ ও কেরানীগঞ্জ মডেল থানায় ৫২ জনসহ আরও অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা করে পুলিশ।

আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে নাশকতা মামলার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর কালবেলাকে বলেন, ‘কার কী রাজনৈতিক পরিচয় এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ১৪০ জনের নামে মামলা হয়েছে। সবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা তদন্ত করে যাচাই-বাছাই করছি। তদন্ত করে যারা প্রকৃত দোষী ও জড়িত তাদেরই আমরা গ্রেপ্তার করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

১০

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

১১

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১২

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১৩

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১৪

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৫

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৬

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৭

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৮

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৯

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

২০
X