কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নাশকতার মামলায় আসামি আ.লীগ নেতাকর্মীরাও, গ্রেপ্তার ৩১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা করার অপরাধে ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় দুটি মামলা হয়েছে। গত ২৩ জুলাই মামলার পর এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ।

নাশকতা মামলায় জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কার পরাজিত প্রার্থীর পক্ষে নির্বাচন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তাদের আসামি করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল হোসেন ওরফে আবুল মেম্বারকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের করা নাশকতা মামলার ৪১ নম্বর আসামি করা হয়েছে। তিনি ওই এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। একই অভিযোগ বাস্তা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শামিম মোল্লার পরিবারের।

৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মমিন মোল্লা অভিযোগ করে বলেন, ‘বড় ভাইকে দেখেই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। অথচ মামলায় আমার ভাইকে আসামি করে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানতে গিয়ে জনসমক্ষে পুলিশের মার খেয়েছি, এটা খুবই লজ্জাজনক।’

তা ছাড়া পুলিশ বাদী হয়ে এ মামলায় আসামি করেছে সরকারদলীয় সংগঠন কৃষক লীগের বাস্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর হোসেন, বাস্তা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মিলন হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফালু মিয়া, যুবলীগ নেতা আলমগীর হোসেন, মো. কামাল ও জিয়াকে। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় এবং প্রভাবশালী সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আমবাগিচায় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮৮ ও কেরানীগঞ্জ মডেল থানায় ৫২ জনসহ আরও অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা করে পুলিশ।

আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে নাশকতা মামলার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর কালবেলাকে বলেন, ‘কার কী রাজনৈতিক পরিচয় এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ১৪০ জনের নামে মামলা হয়েছে। সবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা তদন্ত করে যাচাই-বাছাই করছি। তদন্ত করে যারা প্রকৃত দোষী ও জড়িত তাদেরই আমরা গ্রেপ্তার করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১০

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১১

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৩

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৪

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৫

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৬

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৮

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

২০
X