কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নাশকতার মামলায় আসামি আ.লীগ নেতাকর্মীরাও, গ্রেপ্তার ৩১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা করার অপরাধে ১৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় দুটি মামলা হয়েছে। গত ২৩ জুলাই মামলার পর এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ।

নাশকতা মামলায় জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কার পরাজিত প্রার্থীর পক্ষে নির্বাচন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তাদের আসামি করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল হোসেন ওরফে আবুল মেম্বারকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের করা নাশকতা মামলার ৪১ নম্বর আসামি করা হয়েছে। তিনি ওই এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। একই অভিযোগ বাস্তা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শামিম মোল্লার পরিবারের।

৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মমিন মোল্লা অভিযোগ করে বলেন, ‘বড় ভাইকে দেখেই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। অথচ মামলায় আমার ভাইকে আসামি করে জেলে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের কারণ জানতে গিয়ে জনসমক্ষে পুলিশের মার খেয়েছি, এটা খুবই লজ্জাজনক।’

তা ছাড়া পুলিশ বাদী হয়ে এ মামলায় আসামি করেছে সরকারদলীয় সংগঠন কৃষক লীগের বাস্তা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর হোসেন, বাস্তা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মিলন হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফালু মিয়া, যুবলীগ নেতা আলমগীর হোসেন, মো. কামাল ও জিয়াকে। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় এবং প্রভাবশালী সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আমবাগিচায় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮৮ ও কেরানীগঞ্জ মডেল থানায় ৫২ জনসহ আরও অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা করে পুলিশ।

আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে নাশকতা মামলার বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর কালবেলাকে বলেন, ‘কার কী রাজনৈতিক পরিচয় এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ১৪০ জনের নামে মামলা হয়েছে। সবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা তদন্ত করে যাচাই-বাছাই করছি। তদন্ত করে যারা প্রকৃত দোষী ও জড়িত তাদেরই আমরা গ্রেপ্তার করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি : সারোয়ার তুষার

আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী

৪ ঘণ্টায়ও নেভানো যায়নি মিরপুরের গোডাউনের আগুন

পুকুরে গোসলে করতে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৩ খাতে বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

১০

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

১১

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

১২

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

১৩

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

১৪

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

১৫

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

১৬

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১৭

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১৮

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১৯

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

২০
X