হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ব্যবসায়ীর দোকান লুট ও ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
দুই পুলিশ কর্মকর্তা হলেন- মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম।
রোববার (২৮ জুলাই) হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চোরাই মোবাইল উদ্ধারের কথা বলে দোকানের প্রায় ১৭টি মোবাইল হাতিয়ে নেন তারা। পরে দোকান মালিকের ঘরে সার্চ ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে মামলা করার হুমকি দিয়ে ১ লাখ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনা স্থানীয়রা প্রত্যক্ষ করেন।
ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী আলতাব ও তার পরিবারের সদস্যরা জানান, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই হাকিম আমাদের দোকানের সব মোবাইল শুধু নেননি সঙ্গে ঘরে গিয়ে লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন মহিলাদের সঙ্গে। ভয় দেখিয়ে ১ লাখ টাকা নিয়ে গেছেন। আমরা ভিডিও করতে চাইলে আমাদের মোবাইলও কেড়ে নিয়েছেন। তারা পুলিশ হয়ে গুণ্ডার মতো আচরণ করেছেন।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশ সুপার মো. আক্তার হোসেনকে জানান। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ জুলাই) রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
মন্তব্য করুন