চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাল্যবিয়ের একদিন পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গায়ে হলুদ অনুষ্ঠানে স্বামীর সঙ্গে সাহিদা আক্তার। ছবি : কালবেলা
গায়ে হলুদ অনুষ্ঠানে স্বামীর সঙ্গে সাহিদা আক্তার। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের একদিন পর সাহিদা আক্তার নামে এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহিদা উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় কাদৈর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, লালমাই উপজেলার মিতল্লা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে শুক্রবার (২৬ জুলাই) সাহিদার বিয়ে হয়। শনিবার (২৭ জুলাই) আল আমিনের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান শেষে স্বজনরা সাহিদাকে বাড়িতে নিয়ে আসেন। রাতে আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে নবদম্পতি ঘুমিয়ে পড়ে। রোববার সকাল ৭টায় সাহিদার নানি খুরশিদা বেগমের চিৎকারে স্বজনরা এসে দেখেন সাহিদা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তারা আরও জানান, সাহিদার বাবা মিজানুর রহমান বাহরাইনে থাকেন। তার সৎমা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই নিজের মতো করে তার নিকটাত্মীয় আল আমিনের সঙ্গে বিয়ে দেন।

নববধূ সাহিদার স্বামী আল আমিন বলেন, শনিবার রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। রোববার সকালে নানি শাশুড়ি খুরশিদা বেগমের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, বিয়ের পর থেকে আমাদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা হয়নি। সে বিয়ের দিন থেকে চুপচাপ ছিল। কী কারণে আত্মহত্যা করেছে আমার জানা নেই।

সাহিদার ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, আমার বোন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে অনেক মেধাবী ছিল। প্রায় ৮ বছর আগে আমার মা মারা যান। এরপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎমা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই শুক্রবার বোনকে সৎমায়ের নিকটাত্মীয়ের কাছে বিয়ে দেন। এ বিয়েতে আমার বোনের মত ছিল না। এ জন্য আমার বোন আত্মহত্যা করেছে।

সাহিদা আক্তারের সৎমা মুন্নি বেগম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কেন বাল্যবিয়ে দিলেন এ প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান, সূচি ঘোষণা

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

বিপিএল ২০২৬: কোন দলের অধিনায়ক কে, যা জানা গেল

বেলজিয়াম / যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগর পুলিশে বড় রদবদল

নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

১১

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর, আসনপ্রতি লড়বেন ৯৭ জন

১২

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

১৩

এয়ার অ্যাম্বুলেন্স কী, খরচ কেমন হতে পারে?

১৪

ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন কোন পটে কারা

১৫

শাজাহান খানের মেয়ে ঐশীর নামে দুদকের মামলা

১৬

জাবিতে চার আবাসিক হলের নাম পরিবর্তন

১৭

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

১৮

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

১৯

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

২০
X