চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত রোগে ১০টি মহিষের মৃত্যু হয়েছে। উপজেলার বারশত ইউনিয়নের পারকি এলাকায় এক সপ্তাহ ধরে এসব মহিষের মৃত্যু ঘটেছে বলে কৃষকরা জানান। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, পারকি এলাকায় অন্তত অর্ধশতাধিক লোক মহিষ পালন করেন। মহিষগুলো স্বাভাবিক সময়ের মতো সাগরের চরে এবং বাড়িতে থাকে। এক সপ্তাহ ধরে মহিষগুলোর হঠাৎ জ্বর এসে মুহূর্তের মধ্যেই মারা পড়ে। গতকাল সোমবার সকালেও কৃষক সেকান্দরের একটি, জাহাঙ্গীরের একটি ও নাছির সওদাগরের একটি মহিষ মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইরফান বলেন, রোববার (২৮ জুলাই) আমার লক্ষাধিক টাকার একটি মহিষ মারা গেছে। এক সপ্তাহ ধরে মহিষ মরলেও আমরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের বারবার খবর দিয়েও পাইনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া বলেন, পারকি এলাকায় মহিষের মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সোমবার (২৯ জুলাই) তিনটি মহিষের মৃত্যু ঘটেছে, মৃত মহিষগুলোর ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকা কেন্দ্রীয় রোগ গবেষণাকেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী তিন দিন ওই এলাকার সবধরনের গবাদি পশু পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রাখা হবে।
মন্তব্য করুন