সিলেটে জালালাবাদ থানা পুলিশ প্রায় দুই মাস আগে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন চোরাচালানের অন্যতম সহযোগী ও পুলিশের কথিত ‘লাইনম্যান’ দেলোয়ার হোসেন মোল্লা। রোববার (২৮ জুলাই) ভোরে গোয়াইনঘাট উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।
তিনি গোয়াইনঘাট উপজেলার নতুন ভাঙ্গা হাওর গ্রামের শাহাব উদ্দিন মোল্লা ছেলে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান।
জানা গেছে, গত ৬ জুন সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় উমাইরগাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ১৪ ট্রাক অবৈধ ভারতীয় চিনির চালান জব্দ করে। সিলেটে সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা চিনি চোরাচালানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় চালান।
ওই ঘটনায় পরদিন থানার এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ ঘটনায় দুই ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দুজন বাহকের নাম বলে। তাদের জবানবন্দিতে উঠে আসে গোয়াইনঘাট থানা পুলিশের কথিত ‘সোর্স’ দেলোয়ার হোসেন মোল্লার নাম।
চিনিকাণ্ডে নাম আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে গোয়াইনঘাট থানার ওসির সঙ্গে দেলোয়ারের সখ্যতার তথ্য ও ছবি।
জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
মন্তব্য করুন