নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দেড় যুগের বাশঁহাটি গোহাট বাজার ভেঙে দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ

বাশঁহাটি গরুর বাজার। ছবি : কালবেলা
বাশঁহাটি গরুর বাজার। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সরকারি ফেরিভুক্ত বাশঁহাটি বাজারটি ভেঙে দেওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুদ্ধ হয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছে ওই বাজারের সব ব্যবসায়ী ও এলাকাবাসী।

জানা গেছে, দেড় যুগ ধরে বাশঁহাটি বাজারটি সরকারের খাস কালেকশনসহ ইজারা পত্তনের আওতায় ছিল। ওই ফেরি বাজারটিতে ৩৪ শতাংশ জমি সরকারের নামে বিদ্যমান রয়েছে। ফলে বাজারটির জন্মলগ্ন থেকে ইজারা পত্তন ও খাস কালেকশন করা হয়েছে। এ ছাড়া ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাজারটিতে প্রতি বৃহস্পতিবার গো-হাট অর্থাৎ গরু-ছাগল বেচা-কেনায় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও এলাকাবাসীর বিশ্বস্ত বাজার হিসেবে সুনাম অর্জন করে আসছিল। তবে মামলার জটিলতার কারণে ওই বাজারটি ইজারা ডাক না হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যথারীতি খাস কালেকশন চলমান ছিল।

যা নান্দাইল উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের দায়িত্বরত পূর্বের কর্মকর্তা বিষয়টি অবহিত ছিলেন। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট তাদের স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্য পূরণের জন্য ওই বাজারটি ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করলে, স্থানীয় প্রশাসন কারণে গত বৃহস্পতিবার গো-হাট বাজারটি ভেঙে দেয়।

দীর্ঘদিনের চলমান বাজারটি এভাবে ভেঙে দেওয়া বেআইনি ও অযৌক্তিক বলে মনে করছেন এলাকার জনগণ। এ ছাড়া বাজারটি ভেঙে দেওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

বাশঁহাটি বাজারের কয়েকজন ব্যবসায়ী কালবেলাকে জানান, স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণেই বাঁশহাটি গো-হাট বাজারটি ভেঙে ফেলার সুযোগে একটি অসাধু সিন্ডিকেট পার্শ্ববর্তী নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে নতুন করে একই দিন ধার্য রেখে নতুন গো-হাট বাজার বসিয়েছে। সরকারের অনুমোদহীনভাবে মহাসড়কের পাশে অবৈধ গো-হাট বাজার বসানো, তাও আবার সওজের জায়গা দখলের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এ ছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারটি সরকারি ফেরি ফেরিভুক্ত কোনো বাজার নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিসহ বাঁশহাটি বাজারটির পুনরুদ্ধার করার জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

নান্দাইল ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, বাঁশহাটি বাজার গো-হাট অবৈধ থাকায় তা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে নতুন গো-হাট বাজার বসেছে শুনেছি, তারও কোনো অনুমোদন না থাকায় এটিও অবৈধ। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১০

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১১

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১২

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৩

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৪

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৬

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

১৭

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

১৮

পাকিস্তান-আফগানিস্তান / ভোরে রক্তক্ষয়ী সংঘর্ষ, সন্ধ্যায় অস্থায়ী যুদ্ধবিরতি

১৯

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নীরব

২০
X