নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দেড় যুগের বাশঁহাটি গোহাট বাজার ভেঙে দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ

বাশঁহাটি গরুর বাজার। ছবি : কালবেলা
বাশঁহাটি গরুর বাজার। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সরকারি ফেরিভুক্ত বাশঁহাটি বাজারটি ভেঙে দেওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুদ্ধ হয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছে ওই বাজারের সব ব্যবসায়ী ও এলাকাবাসী।

জানা গেছে, দেড় যুগ ধরে বাশঁহাটি বাজারটি সরকারের খাস কালেকশনসহ ইজারা পত্তনের আওতায় ছিল। ওই ফেরি বাজারটিতে ৩৪ শতাংশ জমি সরকারের নামে বিদ্যমান রয়েছে। ফলে বাজারটির জন্মলগ্ন থেকে ইজারা পত্তন ও খাস কালেকশন করা হয়েছে। এ ছাড়া ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাজারটিতে প্রতি বৃহস্পতিবার গো-হাট অর্থাৎ গরু-ছাগল বেচা-কেনায় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও এলাকাবাসীর বিশ্বস্ত বাজার হিসেবে সুনাম অর্জন করে আসছিল। তবে মামলার জটিলতার কারণে ওই বাজারটি ইজারা ডাক না হলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যথারীতি খাস কালেকশন চলমান ছিল।

যা নান্দাইল উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের দায়িত্বরত পূর্বের কর্মকর্তা বিষয়টি অবহিত ছিলেন। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট তাদের স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্য পূরণের জন্য ওই বাজারটি ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করলে, স্থানীয় প্রশাসন কারণে গত বৃহস্পতিবার গো-হাট বাজারটি ভেঙে দেয়।

দীর্ঘদিনের চলমান বাজারটি এভাবে ভেঙে দেওয়া বেআইনি ও অযৌক্তিক বলে মনে করছেন এলাকার জনগণ। এ ছাড়া বাজারটি ভেঙে দেওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

বাশঁহাটি বাজারের কয়েকজন ব্যবসায়ী কালবেলাকে জানান, স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণেই বাঁশহাটি গো-হাট বাজারটি ভেঙে ফেলার সুযোগে একটি অসাধু সিন্ডিকেট পার্শ্ববর্তী নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে নতুন করে একই দিন ধার্য রেখে নতুন গো-হাট বাজার বসিয়েছে। সরকারের অনুমোদহীনভাবে মহাসড়কের পাশে অবৈধ গো-হাট বাজার বসানো, তাও আবার সওজের জায়গা দখলের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এ ছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারটি সরকারি ফেরি ফেরিভুক্ত কোনো বাজার নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিসহ বাঁশহাটি বাজারটির পুনরুদ্ধার করার জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

নান্দাইল ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, বাঁশহাটি বাজার গো-হাট অবৈধ থাকায় তা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারে নতুন গো-হাট বাজার বসেছে শুনেছি, তারও কোনো অনুমোদন না থাকায় এটিও অবৈধ। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

১০

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

১১

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

১২

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

১৩

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

১৪

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১৫

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১৬

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১৭

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১৮

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১৯

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

২০
X