বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ছাত্রসমাজের উত্থাপিত ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ময়মনসিংহে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) নগরের জিরো পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত দিকে এ কর্মসূচি ডাকা হয়।
বেলা ১১টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সেখানে আগে থেকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। ফলে থমথমে পরিস্থিতিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টাউন হল এলাকায় গিয়ে তাদের কর্মসূচি শেষ করে। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আশিকুর রহমান ও সহসমন্বয়ক আরিফুল ইসলাম।
প্রধান সমন্বয়ক আশিকুর রহমান বলেন, আমাদের যে ভাইয়েরা নিহত হয়েছেন তাদের হত্যাকারীকে গ্রেপ্তার করা তো দূরের কথা, শনাক্তও করা হয়নি। ময়মনসিংহে নিহত সাগরের হত্যাকারীদের ব্যাপারেও কোনো অগ্রগতি নেই । অচিরেই আসামিদের আইনের আওতায় হবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায়ে মাঠে থাকব।
মন্তব্য করুন