চট্টগ্রামে জ্বালাও-পোড়াও, হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত ৩৪ মামলায় ৯৮৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এরমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মামলা ২৩টি ও জেলায় ১১টি।
বুধবার (৩১ জুলাই) নগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (এডিসি-পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে বলেন, নগরীর বিভিন্ন থানায় সহিংসতা, পুলিশের কাজে বাধা, থানায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়েকৃত ২৩ মামলায় মোট ৫৭৮ জন গ্রেপ্তার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন করে কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম জেলায় জ্বালাও-পোড়াও এবং নাশকতার মামলায় ৪০৫ জন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। এ বিষয়ে কালবেলাকে তিনি বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে ৪০৫ জন গ্রেপ্তার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০টি থানায় ১১ মামলা ছাড়া নতুন কোনো মামলা দায়ের হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকেলে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হন। গত ১৮ জুলাই চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় চান্দগাঁও থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন বহদ্দারহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া গত ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মন্তব্য করুন