চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর

চট্টগ্রামের ওয়াসা এলাকায় ভাঙচুর করা হয় পুলিশ বক্স। ছবি : কালবেলা
চট্টগ্রামের ওয়াসা এলাকায় ভাঙচুর করা হয় পুলিশ বক্স। ছবি : কালবেলা

বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রামে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। এসময় বৈষম্যবিরোধী ‘ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিলটি’ ওয়াসা এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের বাধার মুখে পড়ে। স্লোগান-পাল্টাস্লোগানের এক পর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সাঁজোয়া যানে ঢিল ছোড়ার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় পুলিশ বক্স।

শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা জুমা মসজিদ থেকে ‘প্রার্থনা ও গণ মিছিলের’ কর্মসূচি হিসেবে শুরুর দিকে অনেকটা শান্তিপূর্ণভাবে শুরু হয়। পরে মিছিলটি নগরের ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলাকায় পৌঁছলে বৃষ্টি উপেক্ষা করে সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি টাইগারপাস গিয়ে সড়ক অবরোধ করে।

সবশেষ টাইগারপাস থেকে জিইসি অভিমুখে যাওয়ার পথে ওয়াসা এলাকায় অবস্থানরত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হয়। পরে সে বাধা ডিঙ্গিয়ে জিইসি অভিমুখে চলে যায় আন্দোলনকারীদের মিছিলটি। এ সময় ওয়াসা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াসা মোড় এলাকায় জামিয়াতুল ফালাহ মসজিদে জুমার নামাজের পর থেকে অবস্থান নেয় ছাত্রলীগের একটি অংশ। মূলত নগর আওয়ামী লীগের একাংশের নেতাদের নির্দেশনা অনুযায়ী সেখানে তারা জড়ো হয়েছিলেন। জুমার নামাজ শেষে সেখানে ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ স্লোগানও দিতে দেখা গেছে।

এক পর্যায়ে আন্দোলনকারীদের মিছিলটি ওয়াসা এলাকায় পৌঁছলে দুই পক্ষের বাকবিতণ্ডার পর ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে আন্দোলকারীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

তাছাড়া নগরের কাতালগঞ্জ, গণিবেকারি, চকবাজারসহ বিভিন্ন এলাকায় জুমার নামাজ শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

তাছাড়া শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের নির্বিচার হত্যা, হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও সন্তান হত্যার বিচার দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১০

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১১

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১২

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৪

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৫

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

১৬

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১৭

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

১৮

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

১৯

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

২০
X