লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী

গ্রেপ্তার হওয়া পরকীয়া প্রেমিক ও নিহতের স্ত্রী। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া পরকীয়া প্রেমিক ও নিহতের স্ত্রী। ছবি : কালবেলা

বান্দরবানের লামায় পরকীয়া প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। এতে নিহতের স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে লামা থানায় মামলা করেন।

নিহতের নাম মো. সুজন হোসেন (২৮)। গ্রেপ্তার আসামিরা হলেন- হানিফ (৩০) ও নুর বানু (২৮)। হানিফ নাইক্ষংছড়ির দক্ষিণ ছালামিপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। নুর বানু বান্দরবানের লামা উপজেলার পৌর নয়াপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা নিহত সুজন হোসেনের স্ত্রী।

এর আগে নিখোঁজের দুদিন পর গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর ইউপির মেরাখোলা মাতামুহুরি নদী থেকে নিহত সুজনের লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন ও নূর বানুর সংসারে ১১ বছরের এক ছেলে ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সুজন।

নিহতের সুনির্দিষ্ট আয় না থাকায় স্ত্রী এবং শাশুড়ির আয়ে সংসার চলত। বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ালে তারা স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। ঘটনার কয়েক দিন আগে টাকার জন্য সুজন তার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সুজনের ওপর স্ত্রী নুর বানু চরম ক্ষুব্ধ হন।

এদিকে ৩ মাস আগে নুর বানু বান্দরবান সদরে যাওয়ার সময় পূরবী গাড়ির হেল্পার হানিফের সঙ্গে পরিচয়ের সুবাদে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে উভয়ে মিলে জাদু-টোনা করে সুজনকে হত্যা করার পরিকল্পনা করেও ব্যর্থ হয়।

পরে ২১ জুলাই রাতে ৩টি ঘুমের ওষুধ খাইয়ে দিলে সুজন ঘুমিয়ে পড়ে। রাত ১১টার পর হানিফ ঘরে প্রবেশ করলে নুর বানু গামছা দিয়ে ঘুমন্ত সুজনের পা বেঁধে ফেলে। পরে হানিফ কম্বল দিয়ে সুজনের নাক মুখ চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে পায়ের বাঁধন খুলে গেলে সুজনের নাকে-মুখে কিল-ঘুসি মারে এবং গামছা গলায় পেঁচিয়ে ধরে হানিফ। একই সঙ্গে নুর বানু সুজনের অন্ডকোষ চেপে ধরলে কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিস্তেজ হয়ে যায়। পরে রাত ২টার দিকে আসামিরা কাঁধে করে সুজনের মরদেহ নিকটস্থ ঝিরিতে ফেলে দেয়। পরে পানির স্রোতে লাশ মাতামুহুরী নদীতে চলে যায়।

এ বিষয়ে লামা থানার ওসি শামিম শেখ কালবেলাকে বলেন, হত্যা মামলার পর পুলিশ ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১০

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১১

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১২

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৩

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৫

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৬

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৭

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৮

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৯

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

২০
X