লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা করলেন স্ত্রী

গ্রেপ্তার হওয়া পরকীয়া প্রেমিক ও নিহতের স্ত্রী। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া পরকীয়া প্রেমিক ও নিহতের স্ত্রী। ছবি : কালবেলা

বান্দরবানের লামায় পরকীয়া প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। এতে নিহতের স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে লামা থানায় মামলা করেন।

নিহতের নাম মো. সুজন হোসেন (২৮)। গ্রেপ্তার আসামিরা হলেন- হানিফ (৩০) ও নুর বানু (২৮)। হানিফ নাইক্ষংছড়ির দক্ষিণ ছালামিপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। নুর বানু বান্দরবানের লামা উপজেলার পৌর নয়াপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা নিহত সুজন হোসেনের স্ত্রী।

এর আগে নিখোঁজের দুদিন পর গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর ইউপির মেরাখোলা মাতামুহুরি নদী থেকে নিহত সুজনের লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন ও নূর বানুর সংসারে ১১ বছরের এক ছেলে ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন সুজন।

নিহতের সুনির্দিষ্ট আয় না থাকায় স্ত্রী এবং শাশুড়ির আয়ে সংসার চলত। বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ালে তারা স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। ঘটনার কয়েক দিন আগে টাকার জন্য সুজন তার স্ত্রীকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সুজনের ওপর স্ত্রী নুর বানু চরম ক্ষুব্ধ হন।

এদিকে ৩ মাস আগে নুর বানু বান্দরবান সদরে যাওয়ার সময় পূরবী গাড়ির হেল্পার হানিফের সঙ্গে পরিচয়ের সুবাদে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে উভয়ে মিলে জাদু-টোনা করে সুজনকে হত্যা করার পরিকল্পনা করেও ব্যর্থ হয়।

পরে ২১ জুলাই রাতে ৩টি ঘুমের ওষুধ খাইয়ে দিলে সুজন ঘুমিয়ে পড়ে। রাত ১১টার পর হানিফ ঘরে প্রবেশ করলে নুর বানু গামছা দিয়ে ঘুমন্ত সুজনের পা বেঁধে ফেলে। পরে হানিফ কম্বল দিয়ে সুজনের নাক মুখ চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে পায়ের বাঁধন খুলে গেলে সুজনের নাকে-মুখে কিল-ঘুসি মারে এবং গামছা গলায় পেঁচিয়ে ধরে হানিফ। একই সঙ্গে নুর বানু সুজনের অন্ডকোষ চেপে ধরলে কিছুক্ষণের মধ্যেই তার দেহ নিস্তেজ হয়ে যায়। পরে রাত ২টার দিকে আসামিরা কাঁধে করে সুজনের মরদেহ নিকটস্থ ঝিরিতে ফেলে দেয়। পরে পানির স্রোতে লাশ মাতামুহুরী নদীতে চলে যায়।

এ বিষয়ে লামা থানার ওসি শামিম শেখ কালবেলাকে বলেন, হত্যা মামলার পর পুলিশ ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X