বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে দেশব্যাপী চলছে অসহযোগ ও একদফা দাবি আদায় কর্মসূচি। এরই অংশ হিসেবে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।
রোববার (০৪ আগস্ট) সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের কাসিমপুর চৌরাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এ সময় তাদের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও তারদের সহযোগী অঙ্গসংগঠনের লোকের বাধা দিলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বেশকিছু মোটরসাইকেল ও দোকান ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সাধারণ ছাত্ররা জাতীয় পতাকা নিয়ে উল্লাস করে।
মন্তব্য করুন