রাজধানীর ডেমরায় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে। দেশের বিভিন্ন স্থান আন্দোলনে আক্রান্ত হলেও রাজধানীর ডেমরা অঞ্চল এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে রয়েছে।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা-৫ আসনের এমপি সজল মোল্লার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কয়েকশ নেতাকর্মী অবস্থান করছেন।
টেংরা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম সুমন খান বলেন, আমরা এমপির নির্দেশে অবস্থান করছি এ সময় আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে।