প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের শ্রীমঙ্গলের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শ্রীমঙ্গল থানাসহ বিভিন্ন দোকানপাট ও স্থাপনায় হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ শহরে মিছিল করেন। পরে সন্ধ্যার দিকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের শ্রীমঙ্গলের বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষন রায়ের মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোনটি রিসিভ হয়নি।