সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তল্লাশি ছাড়াই ঢাকায় ঢুকল ৩০০ গাড়ি

আ.লীগ নেতাকর্মীদের বহনকারী গাড়ি। ছবি : কালবেলা
আ.লীগ নেতাকর্মীদের বহনকারী গাড়ি। ছবি : কালবেলা

বিএনপির মহাসমাবেশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বাসসহ অন্যান্য যানবাহনে করে ঢাকায় ঢুকেছেন দুদলের নেতাকর্মীরা। ঢাকার সব প্রবেশমুখে অবস্থান নিয়ে এসব যানবাহনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিএনপি নেতাকর্মীদের বহনকারী গাড়ি তল্লাশি করা হলেও আওয়ামী লীগের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার সাভার ও ধামরাইয়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানীর বায়তুল মোকাররমের গেটে শান্তি সমাবেশে অংশ নিতে সকালে ৩০০টির বেশি গাড়ি নিয়ে রওনা হন। তবে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকেই পুলিশের চেকপোস্টে ঢাকামুখী বিভিন্ন পরিবহনের যাত্রীদের তল্লাশি করা হলেও এসব গাড়ি নির্বিঘ্নে পার হতে দেখা গেছে।

শুক্রবার বেলা ১২টা থেকেই সাভার ও ধামরাইয়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের গাড়ি বহর নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রাজধানীতে ঢোকেন।

এ সময় মহাসড়কে মানিকগঞ্জ, কালিয়াকৈর ও টাঙ্গাইল থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী বেশ কিছু গাড়িও দেখা যায়। আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন সংবলিত এসব গাড়ি থেকে সরকার সমর্থিত স্লোগান দিতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাভারের আমিনবাজার এলাকায় পুলিশের চেকপোস্টে আওয়ামী লীগের ব্যানার সংবলিত কোনো যানবাহনেই তল্লাশি করা হয়নি।

এ বিষয়ে ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা বলেন, ‘আমরা প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী দুই শতাধিক গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ইতোমধ্যে সমাবেশে পৌঁছে গেছি।’

তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গাড়িবহর নিয়ে এসেছি কোনো তল্লাশি ছাড়াই। আমাদের কেন চেকপোস্টে থামাবে। আমাদের কেন তল্লাশি করবে।’

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বলেন, ‘তল্লাশি ছাড়া কোনো বিশেষ দলের গাড়ি ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে এটি সত্য নয়। তবে দুপুরের দিকে প্রচণ্ড গরমে যখন পুলিশ সদস্যরা হাঁপিয়ে উঠেছিলেন তখন তল্লাশি চৌকিতে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল। তা ছাড়া তখন পুলিশ সদস্যরা দুপুরের খাবার খাচ্ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

হলি আর্টিসান হামলার আজ ৯ বছর

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ৮৬তম জন্মবার্ষিকী আজ

কারাগারে যেমন কাটছে মমতাজের

পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জমিয়ত

মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি : যা করণীয়

যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

১০

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

১১

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

১৩

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৫

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

১৬

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

১৭

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

১৮

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

১৯

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

২০
X