কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

‘অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই’-এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কুষ্টিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওই সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা।

সভার শুরুতেই পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠ শেষে নবগঠিত অনুমোদিত কমিটিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণত সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী।

গত জেলা কমিটির সভাপতি চন্দন কুমার রায়কে সভাপতি ও সাধারণত সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নবগঠিত কমিটির অপর সদস্যরা হলেন, সহসভাপতি কুমিল্লা জেলা জিপি অ্যাডভোকেট তপন বিহারী নাগ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অব.) হারাধন শীল জ্যোতিষ সিংহ খোকন (লালমাই), প্রকৌশলী দীপক কুমার ভৌমিক (বরুড়া), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণত সম্পাদক শ্রী বিষ্ণু কুমার ভট্টাচার্য (বুড়িচং), প্রজ্ঞাজ্যোতি মহাথের (লাকসাম), টমাস কোরাইয়া (ক্যাথলিক চার্জ, কুমিল্লা), যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন (কান্দিরপাড়), বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিটের সহসভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা (লাকসাম), পার্থ সারথি দত্ত (মুরাদনগর), অ্যাডভোকেট রতন চন্দ্র দাস (দক্ষিণ চর্থা), উত্তম আচার্য্য (দাউদকান্দি), সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস (ময়নামতি), সুনীল রঞ্জন বিশ্বাস (বরুড়া), বিকাশ চন্দ্র দাস (দেবীদ্বার), অর্থ সম্পাদক খোকন চন্দ্র সরকার (তালপুকুর পাড়), সহঅর্থ সম্পাদক কৌশিক বণিক (চকবাজার), দপ্তর সম্পাদক দীপক মজুমদার (চৌদ্দগ্রাম), সহদপ্তর সম্পাদক গৌতম কুমার দাস বিদ্যুৎ (উনাইসার), প্রচার সম্পাদক মাস্টার ডা. লরেন্স তীমু বৈরাগী (রিভাইভাল ব্যাপিস্ট চার্জ), সহপ্রচার সম্পাদক সুভাষ চন্দ্র দে (করুণাময়ী কালীবাড়ি), গণসংযোগবিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি (পুরাতন চৌধুরীপাড়া), সহগণ সংযোগবিষয়ক সম্পাদক সাংবাদিক রাজিব বণিক (বাদুরতলা) যুববিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দে (উনাইসার), সহযুববিষয়ক সম্পাদক তাপস চন্দ্র দাস (দক্ষিণ ঠাকুরপাড়া), ছাত্রবিষয়ক সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য (ঠাকুরপাড়া), সহছাত্রবিষয়ক সম্পাদক গনেশ চন্দ্র পাল (সদর দক্ষিণ), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীলিপ কুমার চন্দ (বাগানবাড়ি), সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অশোক দেব জয়, মহিলাবিষয়ক সম্পাদিকা টিলটি সেনগুপ্ত, সহমহিলাবিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট উর্মিলা রাণী দাশ কংকন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক অধ্যাপক পার্থ সারথি আচার্য্য (ছাতিপট্টি), সহশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক ধর্মপাল ভিক্ষু, তথ্য, যোগাযোগ, প্রযুক্তিবিষয়ক সম্পাদক (আইটি) বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার (কালিয়াজুরী), সহতথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ মানিক (বাগমারা), প্রকাশনাবিষয়ক সম্পাদক বাসব চক্রবর্তী (চান্দিনা), সহপ্রকাশনাবিষয়ক সম্পাদক মাস্টার শ্রীকৃষ্ণ চন্দ্র সরকার (কালিয়াজুরী), ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মানিক মজুমদার (লালমাই), সহত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার (দেবীদ্বার), সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার সাধারণত সম্পাদক পিতাম্বর গৌরাঙ্গ দাস (পিন্টু বণিক), সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সুমি বড়ুয়া, আদিবাসীবিষয়ক সম্পাদক মঙ্গল তিষ্য ভিক্ষু, সহআদিবাসীবিষয়ক সম্পাদক মৃণাল শীল শিল্পবিষয়ক সম্পাদক মাস্টার শান্তি রঞ্জন দেবনাথ, সহশিল্পবিষয়ক সম্পাদক মাস্টার সুভাষ চন্দ্র সাহা (তিতাস), রাজনীতিবিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র দে (দেবীদ্বার), সহরাজনীতিবিষয়ক সম্পাদক সমর মিত্র (বুড়িচং), পেশাজীবীবিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সাহা (লাকসাম), সহপেশাজীবীবিষয়ক সম্পাদক ডা. প্রদীপ চন্দ্র দাশ (বাজগড্ডা), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাখাল চন্দ্র রায় (ব্রাহ্মণপাড়া), সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাজিব কিশোর দাশ (লাঙ্গলকোট) এবং কার্যনিবাহী সদস্য ভবেন্দ্র মোহন গোস্বামী (বরুড়া), রুপম মজুমদার, সুশীল মজুমদার (সদর দক্ষিণ), নিতাই চন্দ্র দাস (রাণীর বাজার), সজল দত্ত, পুনিল ভৌমিক (লালমাই), অ্যাডভোকেট প্রহ্লাদ চন্দ্র পাল, অধ্যাপক শ্রীধর বণিক (চান্দিনা), অধ্যাপক পলাশ ভৌমিক (সদর), ডা. মধুসূদন রায়, রতন চন্দ্র দাস, অধ্যাপক অমল ভৌমিক, গৌতম কুমার দাশ (সদর), সুজিত চন্দ্র দাস (সদর), অ্যাডভোকেট তিথী রাম রায়, জীবন দেবনাথ টুটুল (মনোহরগঞ্জ), ডা. পরিমল রায় (কালীর বাজার), ডা. দীনবন্ধু রায় (বুড়িচং), শম্ভু চন্দ্র রায় (শুয়াগাজী), অ্যাডভোকেট বিষ্ণু ঘোষ, স্বপন দেবনাথ (মনোহরগঞ্জ), শ্রী বিষ্ণুলাল পোদ্দার (হোমনা), শ্যামল সরকার ববি হরিদাস ঋষি শংকর রায় (মুরাদনগর), যুবরাজ দেবনাথ (সদর দক্ষিণ), বিমল চন্দ্র দে (আমড়াতলী বরুড়া), লক্ষণ কর্মকার (তিতাস), হরিপদ শীল (ব্রাহ্মণপাড়া), আশিষ চন্দ্র, গৌতম কুমার পোদ্দার, কাজল দেবনাথ, সীমান্ত চন্দ্র পাল, লক্ষণ চন্দ, অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার, অভি সাহা, লিটন চন্দ্র দত্ত, সজল চন্দ, মাধব চন্দ্র দেব স্বপন চন্দ্র দাস, সজল চন্দ্র সাহা স্বপন চন্দ্র সাহা, গণেশ চন্দ্র পাল, দুলাল চন্দ্র দাস, রতন চন্দ্র দাস, গণেশ রবি দাস ও শ্যামল চন্দ্র কর্মকার ও জুয়েল বাউল।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটিকে গত ১০ মে অনুমোদন দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণত সম্পাদক অ্যাডভোকেট ড. রানা দাশগুপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১০

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১১

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১২

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৩

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৪

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৬

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৭

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১৮

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৯

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

২০
X