করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) তার গ্রামের বাড়িতে চালানো হয়।
অভিযোগ উঠেছে, জাওয়াদ নির্ঝরের মাগুরা শহরের বাড়িতে স্থানীয় সন্ত্রাসী শামীমের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, সরকার পতনের সুযোগে বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের সুযোগে এ হামলা চালানো হয়। এ সময় অগ্নিসংযোগ, সিসিটিভি ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে হামলাকারীরা। এ ছাড়া সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।
তার বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে হামলা চালানো হয়। লন্ডন প্রবাসী এ সাংবাদিকের বাড়িতে বিএনপি নামধারী চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ৯টি সিসি ক্যামেরা, ঘরের দরজা-জানালা ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীদের এ হামলায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জাওয়াদের বাবা আবু মোশারফ হোসেন বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমাদের জীবননাশের হুমকি দেয়। এ ছাড়া তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যাওয়ার সময় শাসিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে হত্যারও হুমকি দেয় সন্ত্রাসীরা।
মন্তব্য করুন