নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি।
শুক্রবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া সেতুতে এ দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতারাও যোগ দেন। এ সময় কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌরশহর।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার আয়নাঘর থেকে অনেকে নেতা ফিরে এসেছেন। এখনো কেন এম. ইলিয়াস আলী ফিরে আসেননি। দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় ইলিয়াস আলীকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তি না ছড়ানোরও আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন এবং ফিরে আসবেন। তার ফেরার অপেক্ষায় আছে বিশ্বনাথসহ পুরো সিলেটবাসী। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ, কদর আলী, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহ-সম্পাদক কয়েছ শিকদার প্রমুখ।
মন্তব্য করুন