নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নরসিংদীবাসী

ডাকাত আতঙ্কে পাহারা দেন স্থানীয়রা। ছবি : কালবেলা
ডাকাত আতঙ্কে পাহারা দেন স্থানীয়রা। ছবি : কালবেলা

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নরসিংদী জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। এখন প্রায় প্রতিদিনই রাতে জেলার বিভিন্ন এলাকা ও গ্রামে গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক করতে গ্রামের মসজিদে মসজিদে চলছে মাইকিং।

রাত জেগে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। জেলায় ডাকাতির প্রস্তুতিকালে এ পর্যন্ত ১৩ জনকে এলাকাবাসীর সহযোগিতায় আনসার ভিডিপির সদস্যরা আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

রোববার (১১ আগস্ট) জেলা আনসারের কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সুযোগ বুঝে ডাকাতরা গবাদি পশু থেকে শুরু করে স্বর্ণালংকার লুটে নিচ্ছে। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পাশাপাশি ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে প্রতিদিন। গত কয়েকদিনে জেলার প্রায় প্রতিটি গ্রামেই ডাকাত হানা দিচ্ছে। ডাকাতরা নিরীহদের নগদ টাকা, স্বর্ণালংকার ও গোয়াল থেকে গরু লুট করে নিয়ে গেছে। রাতে এলাকাগুলো দিয়ে চলাচল করলে মানুষকে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে।

ভুক্তভোগী এলাকাগুলোর বেশিরভাগ মানুষ জানান, যারা ডাকাতি করছে তাদের বেশিরভাগ টোকাই এবং উঠতি তরুণ। এই পরিস্থিতিতে এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাত প্রতিহতের চেষ্টা। ডাকাত প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে সেনাবাহিনী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আনসার-ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানায় থানায় দায়িত্বরত আনসার-ভিডিপির সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় ১৩ জনকে আটক করেছে। আটককৃতদের কর্তৃপক্ষের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। স্ব-স্ব থানায় পুলিশ যোগদান করছে। তাছাড়া সেনাবাহিনী জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। সবার সহযোগিতা পেলে খুব দ্রুতই জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

১০

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

১১

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

১২

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

১৩

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

১৪

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

১৫

বৃষ্টির পূর্বাভাস

১৬

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

১৭

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

১৮

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

১৯

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

২০
X