নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মানববন্ধনে গুলিবর্ষণ-সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, এলাকাবাসীর প্রতিবাদ

নরসিংদীর রায়পুরায় মানববন্ধনে বালুদস্যুদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। ছবি : কালবেলা
নরসিংদীর রায়পুরায় মানববন্ধনে বালুদস্যুদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় নিরীহ গ্রামবাসীর ওপর বালুদস্যুদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (০৭ জুলাই) সকালে উপজেলার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

এতে এলাকার বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান, মির্জারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার রহম আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, ডাক্তার কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর আলম, অ্যাড. মাহফুজুর রহমান, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মেঘনা নদী থেকে চম্বুক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি বালুদস্যু বাহিনী। মির্জার চর ইউনিয়নের শান্তিপুর, কান্দাপাড়া, তাতুয়া পাড়া, লক্ষীপুর, বালুর চর, পূর্ব পাড়া এলাকার মেঘনা নদীর তীরবর্তী শত শত বাড়িঘরের হাজারো মানুষ নদীভাঙনে পড়েছে। এতে ভিটা-মাটি ও জমিজমা হারিয়ে অন্যত্র চলে গেছেন তারা। বর্তমানে যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করছেন তারা এখন বালু উত্তোলনকারী দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ। কয়েক বছর ধরে বালুদস্যুরা নদীতে চম্বুর ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় গ্রামবাসীর আবাসস্থল এখন ধ্বংসের দ্বার প্রান্তে।

এর আগে শনিবার (০৫ জুলাই) মির্জারচর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রামের লোকজন সম্মিলিতভাবে আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ভুক্তভোগীরা তাদের ঘরবাড়ি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুলগৃহ তথা পৈতৃক সম্পত্তি রক্ষার্থে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা করে। পরে পাশ্ববর্তী মেঘনা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি শুরু করে।

এ সময় বালু উত্তোলনকারী দস্যুরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বর্ষণ ও হামলা চালিয়ে তা বানচাল করে দেয়। অতর্কিত গুলিবর্ষণে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এদিক সেদিক দৌড়ে প্রাণে রক্ষা পেলেও অনেকে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসীর অনুরোধে মানববন্ধনের রিপোর্ট করতে যাওয়া দুই সাংবাদিকের ওপরও চড়াও হয় বালুদস্যুরা।

এলাকাবাসী এ ধরনের বর্বরোচিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা এবং এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী বালুদস্যুদের কঠোর শাস্তির দাবি করে নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ব্যাপারটি জেলা প্রশাসন অবগত রয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুতই বালুদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপনীয়তার স্বার্থে অভিযানের সময় জানানো যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না: ডা. শফিকুর রহমান

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

১০

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

১১

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

১২

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

১৩

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

১৪

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

১৫

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

১৬

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

১৯

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

২০
X