আশাশুনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস প্রিন্সিপাল রবিউল বাশার।
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। হিন্দু ও অমুসলিম ভাইদের নির্যাতন ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট যাতে না হয় সেজন্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।তারপরেও যদি কেউ আপনাদের ভয় ভীতি দেখায় তাহলে আমাদের জানাবেন আমরা সর্বদা আপনাদের সেবা দিয়ে যাব। কেউ ভয় পাবেন না, যারা এখনো এলাকার বাইরে আছেন সবাইকে ঘরে ফিরে আসার আহবান করছি।
রবিউল বাশার বলেন, মনে রাখবেন আপনারা আমাদের ভাই কেউ সংখ্যালঘু নন। আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি তাই আমার ভাষায় আমি এভাবে বলি হিন্দু মুসলিম ভাই ভাই এক সঙ্গে থাকতে চায়। অসাম্প্রদায়ের এই বাংলাদেশে যার যার মত ধর্ম পালন করবে তাতে কোনো বাধা নেই। আপনাদের ধর্মীয় কাজে কোনো দুর্বৃত্তকারী বাধা প্রদান করলে সেটি শক্ত হাতে দমন করা হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহসেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান এর আবু বকর সিদ্দিক, সদর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, কালীপদ রায়, সাংগঠনিক সম্পাদক হিরু লাল বিশ্বাস, প্রভাষক রতন অধিকারী, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল প্রমুখ।
মন্তব্য করুন