বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের অঙ্গসংগঠনের ৭৭ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৫০ জনের কথাও উল্লেখ করা হয় ওই মামলায়।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে অবস্থিত ওয়ার্ড যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
বুধবার (২১ আগস্ট) সকালে ওই ওয়ার্ডের যুবদল নেতা আশিক বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আদমদীঘি উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও তার ছেলে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধনসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সান্তাহার পৌর যুবদলের ৪নং ওয়ার্ড কার্যালয়ে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে গিয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়াও দুর্বৃত্তরা ওই অফিসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবিসহ আসবাবপত্রও ভাঙচুর করে।
মন্তব্য করুন