দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এক দিনে দুদকের ৫ মামলা

দুর্নীতি দমন কমিশন, দিনাজপুর জেলা কার্যালয়। ছবি : কালবেলা
দুর্নীতি দমন কমিশন, দিনাজপুর জেলা কার্যালয়। ছবি : কালবেলা

দিনাজপুরে সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র আবু তৈয়ব আলী দুলালসহ ৮ জনের বিরুদ্ধে এক দিনে ৫টি মামলা দায়ের করেছে দুদক। বুধবার (২১ আগস্ট) এ মামলাগুলো দায়ের করেছেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের দুজন কর্মকর্তা।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক নূর আলম জানান, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, বিরামপুর পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ঠিকাদার এস এম শফিকুল আলম ডাবলু, বিরামপুর পৌরসভার নকশাকার এস এম রবিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জুয়েল মিয়া, দিনাজপুর জেলা কারাগারের অবসরপ্রাপ্ত জেল সুপার মো. সাঈদ হোসেন, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও ব্যবসায়ী মো. রাহেনুল ইসলাম। এর মধ্যে অবসরপ্রাপ্ত জেল সুপার মো. সাঈদ হোসেনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি লিয়াকত আলী সরকার টুটুল নিয়মবহির্ভূতভাবে সরকারি অনুমোদন ছাড়াই ত্রুটিপূর্ণ নকশা বাতিল হওয়ার পরও মার্কেট নির্মাণ করে এবং বিভিন্ন বাজারের খাস কালেকশন করে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আয় করেন, যা ঠিকাদার এস এম শফিকুল আলম ডাবলু, বিরামপুর পৌরসভার নকশাকার এস এম রবিউল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জুয়েল মিয়াসহ পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ১৯৪৭-এর ৫ (২) সহ দণ্ডবিধির ৪০৯/ ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর জেলা কারাগারের অবসরপ্রাপ্ত জেল সুপার মো. সাঈদ হোসেনের তার চাকরিকালীন সময়ে ১ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৫১ টাকা অর্জিত সম্পদ পাওয়া যায়। তিনি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি ৭৯ লাখ ৩২ হাজার ৮২২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের হয়েছে।

এ ছাড়া তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জ্ঞাত আয়ের চেয়ে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬৭৯ টাকা অবৈধভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখে তথ্য গোপন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে। সাবিনা ইয়াসমিনের মামলায় সহযোগী হিসেবে তার স্বামী সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেনকেও আসামি করা হয়েছে।

অন্যদিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর গ্রামের ভাটা ব্যবসায়ী ও আর এম আয়রন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মো. রাহেনুল ইসলামের বিরুদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানায় এসব মামলা দায়ের করেছেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবীর পলাশ এবং দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান।

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন মামলা বিষয়গুলো নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ইভেন্টে ৩ রেকর্ডে যে বার্তা দিলেন রিংকি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের

গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

১০

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

১১

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

১২

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

১৩

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

১৪

টিভিতে আজকের খেলা

১৫

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৯

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

২০
X