রাজশাহী পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই প্রাইভেটকারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃত জাহিদুর রহমান খন্দকার (৫৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা। তিনি গাড়িটির চালক ছিলেন।
জানা গেছে, সকালে বিসিক-২ এর সামনের ওই গ্যাস পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে থাকা প্রাইভেটকার চালক জাহিদুর রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন