পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কলা বাগানে শত শত কলা এভাবেই কেটে ফেলে রেখেছেন দুর্বৃত্তরা। ছবি : কালবেলা 
কলা বাগানে শত শত কলা এভাবেই কেটে ফেলে রেখেছেন দুর্বৃত্তরা। ছবি : কালবেলা 

রংপুরের পীরগাছায় রাতের আঁধারে প্রবাসী এক কৃষকের কলা বাগানের সমস্ত কলা কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার। শুক্রবার (২৩ আগস্ট) রাতে যে কোনো সময় উপজেলার অনন্তরাম রাজবাড়ি সংলগ্ন এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. নাসির হোসেন। তিনি অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে৷

নাসির হোসেন প্রায় ২০-২৫ বছর ধরে জীবিকার তাগিদে সৌদিআরবে রয়েছেন। বাড়ি করার জন্য কেনা জমিতে বাউন্ডারি দিয়ে সেখানে কেয়ার টেকার রেখে তিনি কলাসহ বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শত শত কলাগাছের কর্তনকৃত কাঁদিগুলো মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।

এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রতিনিধি কেয়ারটেকার মেরাজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে নাসির হোসেনের কলা বাগানের দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। গতকাল শনিবার সকালে গিয়ে দেখেন সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয় সেখানে কিছু মালটা, লেবুসহ বিভিন্ন গাছ ছিল সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।

স্থানীয়রা জানান, নাসির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেন কালবেলাকে বলেন, এ বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

খেলাপি ঋণের চাপে আক্রান্ত অর্থনীতি, ঘুরে দাঁড়ানোর উপায় কী?

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা, দিল্লিকে যে প্রশ্ন করল ঢাকা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আগেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে : তারেক রহমান

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জাবারাং ভূমিকা পালন করতে পারে : আনোয়ার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৫৩৮৪ গ্র্যাজুয়েট

দিপুকে পূর্বশত্রুতার জেরে নৃশংসভাবে হত্যা!

তারেক রহমানের ফেরার দিন উপলক্ষে মা‌র্কিন দূতাবাসের নির্দেশনা

১০

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের

১১

চট্টগ্রামে সিএনজি ‘চালকদের হামলায়’ ২ পুলিশ আহত

১২

মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

১৩

দেশসেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

১৪

হাদি হত্যা / ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

১৫

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

১৬

আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১৭

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

মব সহিংসতার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল

১৯

দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা

২০
X