ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র বিক্ষোভে পালিয়ে বেড়াচ্ছেন প্রধান শিক্ষক

রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ১১ দিন ধরে বিদ্যালয়ে আসছে না রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী। এতে স্কুলটিতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিদিনই ওই বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এরইমধ্যে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচিও পালন করেছেন। রোববারও (২৫ আগস্ট) যথারীতি শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জানায়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, আফতাবের পদত্যাগ’ সহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।

আগামীতে তারা ডেমরা যাত্রাবাড়ী সড়ক ও থানা ঘেরাও করবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন আফতাব উদ্দিন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেছেন তিনি। এ ছাড়াও প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তিমূলক ‘টিসি’ প্রদান করতেন। অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শাহাদাৎ মাওলানা বলেন, বিষয়টি নিয়ে গত ১০ দিন ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছ সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ নিয়ে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে অসুস্থ থাকায় স্কুলে আসতে পারছি না। বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল

ইনিংস ঘোষণা বাংলাদেশের, জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

১০

পূর্ববিরোধে থেমে গেল জীবনের প্রাণ 

১১

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

১২

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

১৩

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১৫

এসএমসিতে পার্ট টাইম চাকরির সুযোগ

১৬

দেশে ফের ভূমিকম্প

১৭

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৮

যুবদল নেতা বহিষ্কার

১৯

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম

২০
X