শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র বিক্ষোভে পালিয়ে বেড়াচ্ছেন প্রধান শিক্ষক

রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ১১ দিন ধরে বিদ্যালয়ে আসছে না রাজধানীর ডেমরার হাজি মোয়াজ্জেম আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী। এতে স্কুলটিতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিদিনই ওই বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এরইমধ্যে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচিও পালন করেছেন। রোববারও (২৫ আগস্ট) যথারীতি শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জানায়, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, আফতাবের পদত্যাগ’ সহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানায়।

আগামীতে তারা ডেমরা যাত্রাবাড়ী সড়ক ও থানা ঘেরাও করবে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন আফতাব উদ্দিন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেছেন তিনি। এ ছাড়াও প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তিমূলক ‘টিসি’ প্রদান করতেন। অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শাহাদাৎ মাওলানা বলেন, বিষয়টি নিয়ে গত ১০ দিন ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছ সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ নিয়ে তিনি বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোনো অনিয়ম হয়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি একেবারেই মিথ্যা। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে অসুস্থ থাকায় স্কুলে আসতে পারছি না। বিদ্যালেয়ের শিক্ষিকা নাজমাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসার জন্য একটি মহল ইন্ধন দিচ্ছে। প্রতিষ্ঠানের সভাপতির তত্ত্বাবধানে সব কিছু করেছি তাই এখানে অনিয়মের সুযোগ নেই। আর বিষয়টি নিয়ে তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X