বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে বন্যায় খাদ্য সংকটে ভুগছে শিশুরা

কুমিল্লার চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার সাত দিন অতিবাহিত হয়েছে। এখনো বন্যা পরিস্থিতি সামান্য উন্নতির দিকে। উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে কয়েক লক্ষাধিক লোক বন্যায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একটি অংশ ২৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা বানভাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। খাদ্য সংকটে ভুগছে কয়েক হাজার শিশু।

ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশুরা। আদরের সন্তানের কান্না সহ্য করতে না পেরে কাঁদছেন মায়েরা। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার পাশাপাশি পানিবন্দি অনেক শিশু ক্ষুধার জ্বালায় কান্না করছে। উপায়ান্তর না দেখে পানির সঙ্গে মিশিয়ে বিস্কুট খাওয়াচ্ছেন তারা।

এসব খাবার জোরপূর্বক খাওয়ানোর ফলে অনেক শিশুই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

উপজেলা সদরের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মিতা বেগম বলেন, ছয় মাস বয়সী জাকিয়া আক্তারকে নিয়ে বৃহস্পতিবার সকালে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আমার মেয়েটিকে ল্যাকটোজেন-২ খাওয়াই। এ আশ্রয়কেন্দ্রে আমরা কিছু শুকনো খাবার পেলেও শিশুদের কোনো খাবার পাচ্ছি না। খাবার না দিতে পারায় বাচ্চা কান্নাকাটি করছে, যা আমার সহ্য হচ্ছে না। উপায়ান্তর না দেখে বিস্কুট ভিজিয়ে খাওয়ানোর ফলে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

আনোয়ারা বেগম নামে আরেক নারী বলেন, আমি আমার সাত মাসের কন্যাশিশুকে নিয়ে আশ্রয়কেন্দ্রে আছি। শুকনো খাবার মাঝেমধ্যে পেয়ে থাকলেও কেউ শিশুদের খাবার নিয়ে আসছে না। ক্ষুধার জ্বালায় তারা কান্নাকাটি করছে। কী করব ভেবে পাচ্ছি না।

উপজেলার মিতল্লা গ্রামের পানিবন্দি জাহেদা বেগম বলেন, ‘গত সাত দিন পানিবন্দি হয়ে ঘরে আছি। কোলে রয়েছে পাঁচ মাসের পুত্রসন্তান। বিভিন্ন সংস্থা আমাদের শুকনো খাবার দিয়ে যাচ্ছে। সঙ্গে দিচ্ছে কিছু গুড়। কেউ শিশুদের খাবার দিচ্ছে না। পানির কারণে কোথাও যেতে পারছি না। শিশুদের কান্না আর সহ্য হচ্ছে না। কী করব ভেবে পাচ্ছি না।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ‘বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেক শিশুই মায়ের দুধের বিকল্প হিসেবে বিভিন্ন দুধ ব্যবহার করছে। বানভাসী মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হলেও শিশুদের খাবার কেউ বিতরণ করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X