ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত দেশে জালাও-পোড়াও শুরু করেছে : স্বাস্থ্যমন্ত্রী

ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক এ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।

রোববার (৩০ জুলাই) বিকেলে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে নবনির্মিত ২০ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

ছাতক-দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিককে আবারও নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি তথা জামায়াত জোটের একটি মহল ক্ষমতার লোভে দেশে জালাও-পোড়াও শুরু করেছে। তাদের অতীত ইতিহাস ভালো নয়। অতীতেও ক্ষমতায় যাওয়ার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরে এবং জালাও-পোড়াও করে দেশের সর্বনাশ ঘটিয়েছে। তারা একবার ক্ষমতায় যেতে পারলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করে দেবে। কাজেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এ চক্রকে প্রতিহত করতে হবে।’

আরও পড়ুন : সাত মাসে স্বাস্থ্যমন্ত্রী অফিসে ৪৩ দিন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতকে আধুনিক পর্যায়ে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে এ খাতকে অনেকদূর এগিয়ে নিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতকের কৈতকে এ ট্রমা হাসপাতাল স্থাপিত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ ধরনের একটি হাসপাতালের অতি প্রয়োজন ছিল, তা আজ বাস্তবে পরিণত হয়েছে।’

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং ডাক্তার ফাতেমা তুজ জোহরা ও ডাক্তার তোফায়েল আহমদ সানির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার এহসান শাহ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ প্রমুখ।

বিকেল সাড়ে ৪টায় কৈতক হাসপাতালে এসে পৌঁছান মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক

রাজধানীতে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

উপুড় হয়ে ঘুমানো কি জায়েজ, এভাবে ঘুমালে কী হয়?

২০ জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা

ওমরাহ ভিসার নতুন নিয়ম চালু করল সৌদি আরব

এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করল ইসি

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

যুক্তরাষ্ট্র-চীন চুক্তি কেন গুরুত্বপূর্ণ

১১

মেট্রো লাইনের কাজ শুরু / বাড্ডা-রামপুরা রোডে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

১২

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

১৩

৩১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন 

১৫

রাবির সুইমিংপুলে সায়মার মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশ

১৬

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজল, সম্পাদক শিমুল

১৭

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

১৮

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ রাব্বির বস্তাবন্দি মরদেহ

২০
X