ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত দেশে জালাও-পোড়াও শুরু করেছে : স্বাস্থ্যমন্ত্রী

ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সভায় কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক এ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।

রোববার (৩০ জুলাই) বিকেলে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে নবনির্মিত ২০ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

ছাতক-দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিককে আবারও নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি তথা জামায়াত জোটের একটি মহল ক্ষমতার লোভে দেশে জালাও-পোড়াও শুরু করেছে। তাদের অতীত ইতিহাস ভালো নয়। অতীতেও ক্ষমতায় যাওয়ার জন্য তারা মানুষ পুড়িয়ে মেরে এবং জালাও-পোড়াও করে দেশের সর্বনাশ ঘটিয়েছে। তারা একবার ক্ষমতায় যেতে পারলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করে দেবে। কাজেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এ চক্রকে প্রতিহত করতে হবে।’

আরও পড়ুন : সাত মাসে স্বাস্থ্যমন্ত্রী অফিসে ৪৩ দিন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতকে আধুনিক পর্যায়ে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে এ খাতকে অনেকদূর এগিয়ে নিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতকের কৈতকে এ ট্রমা হাসপাতাল স্থাপিত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ ধরনের একটি হাসপাতালের অতি প্রয়োজন ছিল, তা আজ বাস্তবে পরিণত হয়েছে।’

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং ডাক্তার ফাতেমা তুজ জোহরা ও ডাক্তার তোফায়েল আহমদ সানির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার এহসান শাহ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ প্রমুখ।

বিকেল সাড়ে ৪টায় কৈতক হাসপাতালে এসে পৌঁছান মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ১৭ অক্টোবর

২৪ বছরে আনোয়ার ল্যান্ডমার্ক, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসব ও আবেগের এক অনন্য দিন

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ভুল করলে যৌক্তিক সমালোচনা করবেন, অনুরোধ হামীমের

স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার

ভাঙ্গা থানায় ভাঙচুর

ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বলছে জামায়াত

সহজ শর্তে ঋণের প্রলোভন, সর্বস্ব হারাল শতাধিক গ্রাহক

১০

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

১১

আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেপ্তার

১২

হাফপ্যান্ট পরে কাজ করানোয় তোপের মুখে ক্যান্টিনের ম্যানেজার

১৩

৬ দাবিতে ৩ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

১৪

মেহেদির রং গাঢ় করতে জেনে নিন ঘরোয়া টিপস

১৫

বাংলাদেশকে টেনে পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন

১৬

পশ্চিমাদের প্রতিক্রিয়া বুঝতে ড্রোন পাঠিয়েছে মস্কো : পোল্যান্ড

১৭

রাকসু নির্বাচনী প্রচারণা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

১৮

বিএনপির ফখরুল-বুলুসহ ২৯ জনকে অব্যাহতি

১৯

খিটখিটে মেজাজ দূর করার ৭ সহজ উপায়

২০
X