দেশের বন্যাকবলিত এলাকায় নোয়াখালীতে বিভিন্ন দুর্গম এলাকার আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নোয়াখালী জেলার বিভিন্ন দুর্গম এলাকার আশ্রয়কেন্দ্রে জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নেতারা বন্যার্ত মানুষের মাঝে বিভিন্ন জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন। সোনাইমুড়ী কালী মন্দির কমিটির কাছে জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, ছাত্রদল বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য করুন