সিলেট ব্যারো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৩৭ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জমি সড়ক বিভাগের, বাগানবাড়ি সাবেক পরিকল্পনামন্ত্রীর!

বাঁ থেকে- সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও তার বাগানবাড়ি। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও তার বাগানবাড়ি। ছবি : সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ সড়কের জমি দখল করে বেআইনিভাবে বাগানবাড়ি বানানোর অভিযোগ উঠেছে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের বিরুদ্ধে।

সড়কের পাশের শান্তিগঞ্জ উপজেলা সদরে সাবেক মন্ত্রীর মালিকানাধীন হিজল বাড়িটি নির্মাণের ক্ষেত্রে মহাসড়ক আইন লঙ্ঘন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। আইনে বলা আছে, ‘মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না’। আইনে ‘সংরক্ষণ রেখা’ বলতে মহাসড়কের উভয় পাশে ভূমির প্রান্তসীমা থেকে দশ মিটার অথবা সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত রেখা বোঝানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের হিজলবাড়ির অবস্থান সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের একেবারে কাছঘেঁষা। সড়ক থেকে বাড়িটির দূরত্ব ২ থেকে ৩ ফুট। সড়কের পাশে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ১০ মিটার বা ৩৩ ফুটের বাইরে নির্মাণের যে বাধ্যবাধকতা এ ক্ষেত্রে সেটি লঙ্ঘন করা হয়েছে। আইনের প্রয়োগ হলে পুরো বাড়িটিই উচ্ছেদ করতে হবে সড়ক ও জনপথ বিভাগকে।

আইনজ্ঞদের অভিমত, মহাসড়কের স্লোপ থেকে ১০ মিটার বা প্রায় ৩৩ ফুটের ভেতরে নির্মিত সব ধরনের স্থাপনা অবৈধ। আইন অনুযায়ী এ জাতীয় স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথ বিভাগের আশু ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় তারাও আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধর)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম কালবেলাকে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী যদি সড়কের জায়গা দখল করে বাগানবাড়ি নির্মাণ করে থাকেন তবে অবিলম্বে তা উচ্ছেদ করতে হবে। সাবেক সরকারের উজ্জ্বল ভাবমূর্তির একজন মন্ত্রী ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শেষতক দেখা যাচ্ছে উনিও রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী!

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক কালবেলাকে বলেন, সাবেক মন্ত্রীর বাড়ি নির্মাণের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা আমরা সার্ভেয়ার পাঠিয়ে দেখব। এ ক্ষেত্রে আইনের লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আত্মগোপনে থাকায় প্রতিবেদনে সাবেক মন্ত্রী এমএ মান্নানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১০

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১১

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১২

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৩

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৫

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৬

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৭

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৮

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৯

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

২০
X