আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৫ মাস ধরে বেতন না পাওয়ায় এনজিও কর্মীদের মানববন্ধন

অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও পাওনা বেতনের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী ১৬ এনজিও কর্মকর্তা-কর্মচারীর পরিবার। ছবি : কালবেলা
অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও পাওনা বেতনের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী ১৬ এনজিও কর্মকর্তা-কর্মচারীর পরিবার। ছবি : কালবেলা

বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর বিরোধ নিয়ে পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না ১৬ জন কর্মকর্তা-কর্মচারী। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে ১৬টি পরিবার। ‘বাংলাদেশ মিশন সার্ভিস’ বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে এনজিওতে অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ১৬ কর্মকর্তা-কর্মচারীর পরিবার।

এর প্রতিকার চেয়ে বেতন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, মিশন সার্ভিস নামে একটি এনজিও দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছে। তাদের এনজিওতে ২৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এনজিওর পরিচালক নিহার রঞ্জনের মৃত্যুর পর তার স্ত্রী নওমী এন বিশ্বাস তা পরিচালনা করে আসছেন।

নওমী এন বিশ্বাস এনজিও পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই আগৈলঝাড়া আস্কর বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ্বাস সেমিনারি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মকর্তা-কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে ওই এনজিওর ম্যানেজার মঞ্জু বালা ও আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বর্তমান স্থানীয় পরিচালক মিল্টন বিশ্বাস। এর পর মিল্টন গ্রুপের ১২ জন কর্মকর্তা-কর্মচারী বেতন পেলেও মঞ্জুবালা গ্রুপের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।

দরিদ্র ১৬ জন কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বেতন পাওয়ার দাবিতে গত বুধবার দুপুরে বেতন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে ম্যানেজার মঞ্জু বালার সভাপতিত্বে সভা করেছেন। ওই সভায় বক্তব্য দেন বাংলাদেশ মিশন সার্ভিসের ডেভেলমেন্ট কর্মকর্তা মাজহারুল ইসলাম নিপু, কর্মচারী পুরোহিত আশীষ হালদার, ধলু ভাঙ্গা, অলি কর্মকার, লাকী মিত্র, রঞ্জন রায়সহ প্রমুখ।

এ ব্যাপারে বেতন পাওয়া এক গ্রুপের প্রধান মিল্টন বিশ্বাস বলেন, আমিসহ তিন থেকে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অন্যপক্ষের মাজহারুল ইসলাম নিপু। ওই মামলা এনজিওর পরিচালক তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা মামলা তুলে নেননি। এ ছাড়া এনজিওর কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৭ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে মঞ্জু বালা ও নিপু আত্মসাৎ করেন। এ কারণে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।

ম্যানেজার মঞ্জু বালা বলেন, অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। অতিদ্রুত এই বেতনের টাকা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১০

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১১

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

১৩

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

১৪

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

১৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৭

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

১৮

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

২০
X