শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলীর স্রোতে চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল বন্ধ

কর্ণফুলী নদীতে পানির স্রোতে চন্দ্রঘোনা ফেরি চলাচল সাময়িক বন্ধ। ছবি : কালবেলা
কর্ণফুলী নদীতে পানির স্রোতে চন্দ্রঘোনা ফেরি চলাচল সাময়িক বন্ধ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ায় এবং হ্রদে পানির চাপ কমাতে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন অব্যাহত আছে। তবে এবার কাপ্তাই হ্রদের পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় বাঁধের স্প্রিলওয়ে বা জলকপাটগুলো ৫ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে বাঁধ দিয়ে ৯৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে। সেই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু থাকায় প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। কর্ণফুলী নদীতে স্রোত বাড়ায় চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ১০৮.৭২ এমএসএল। এবং পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এ ছাড়া ১০৮ এমএসএল ক্রস করলে তাকে বিপৎসীমা ধরা হয়। পানি বিপৎসীমা থেকে যথেষ্ট পরিমাণ নিচে না নামা পর্যন্ত পানি নিষ্কাশন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জলকপাটগুলোর উচ্চতা বাড়িয়ে পাঁচ ফুট করে খুলে দেওয়া হয়। কাপ্তাই হ্রদে পানির চাপ কমলে আবার বাঁধের গেইটের উচ্চতা কমিয়ে আনা হবে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এদিকে কাপ্তাই বাঁধের জলকপাটগুলো ৫ ফুট করে খুলে দেওয়ার পর কর্ণফুলী নদীতে স্রোত বেড়েছে। এতে চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সাময়িক বন্ধ রয়েছে বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ।

কাপ্তাই চন্দ্রঘোনার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার সঙ্গে চলাচলকারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফেরি মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-রাজস্থলী ও বান্দরবানের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। বিপাকে পড়েছেন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। তবে বিকল্প সড়ক হিসাবে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকার সেতু ব্যবহার করছেন অনেকেই।

এ বিষয়ে সওজ রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল সাময়িক বন্ধ আছে। নদীতে তীব্র স্রোত থাকলে মঙ্গলবারও ফেরি বন্ধ থাকতে পারে। স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্প ন্যু প্রস্তুত না হলে লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১০

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১১

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১২

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৪

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৬

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৭

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৮

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৯

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

২০
X