নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় উপজেলা আ.লীগ সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : গয়েশ্বরের ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

এদিকে দিনের বেলায় এ ধরনের নারকীয় ঘটনা ঘটার ফলে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে নওগাঁ সদর সার্কেল এসপি ফৌজিয়া হাবিব খান ও আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করে শান্ত থাকতে অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউনিয়ন আ’লীগ অফিস সমসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন মান্নান মোল্লা। ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎপেতে থাকা আওয়ামী লীগ বিদ্রোহী বিশা ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার বাহিনী হিসেবে পরিচিত রুবেল, মিলন, সজল, বিপ্লব, হাবুসহ ৭ থেকে ৮ জন মান্নান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আঘাতের ফলে মান্নান মোল্লা মাটিতে পড়ে গেলে লোহার রড, হাতুরি, বাটাম দিয়ে হাত, পা এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। আঘাতের ফলে চেয়ারম্যান বাঁচান বাঁচান বলে চিৎকার দিলে বাজারের লোকজন এগিয়ে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় বাজারের লোকজন মান্নান মোল্লাকে প্রথমে নাটোর মেডিকেলে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা অন্তে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান মান্নান মোল্লা গ্রুপের লোকজন বর্তমান চেয়ারম্যান তোফা গ্রুপের সালাম নামে একজনকে সমসপাড়া বাজারে মারধর করে।

আত্রাই উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর সন্ত্রাসী ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে তদন্তপূর্বক চিহ্নিত সন্ত্রাসী রুবেল, মিলন, সজল, বিপ্লব, হাবুসহ তাদের গডফাদার ও সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, একদল সন্ত্রাসী বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান 

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

১০

ফিশিং বোটে মিলল ৩৭৫ বস্তা সিমেন্ট, গন্তব্য ছিল মিয়ানমার

১১

ছাত্রদলের দুই নেতাকে শোকজ 

১২

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

১৩

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

১৪

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

১৫

অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

১৬

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

১৭

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১৮

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

১৯

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

২০
X