কাল‌বেলা প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ছররা গুলিতে দৃষ্টি হারাতে বসেছেন বিএনপি নেতা টিটু

গত ২৯ জুলাই নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে গুলিবিদ্ধ হন শহিদুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত
গত ২৯ জুলাই নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে গুলিবিদ্ধ হন শহিদুল ইসলাম টিটু। ছবি : সংগৃহীত

ছররা গু‌লি‌তে আহত হয়ে দৃষ্টি হারাতে বসেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। গুলিতে দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে তার। বাম ‌চো‌খে কিছুই দেখ‌তে পা‌চ্ছেন না তিনি। অপরদিকে অপারেশনের মাধ্যমে ডান চোখে ল্যাসিক করা হ‌লেও এখন পর্যন্ত ‌চোখটি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

গত মঙ্গলবার (১ আগস্ট) বিকে‌লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার ‌চো‌খের দ্বিতীয় দফায় অপারেশন সম্পন্ন হয়।

শহীদুলের চোখের অস্ত্রোপচার করা চিকিৎসক নিয়াজ আব্দুর রহমান জানান, গুলিতে তার বাম চোখ এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছিল। অপারেশনের মাধ্যমে সেটি থেকে গুলি বের করা হয়েছে। চোখটিতে দৃষ্টি ফিরবে কিনা সেটি বুঝতে অন্তত ৬ মাস লাগবে।

তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়া ডান চোখে লেজার করা হয়েছে। তবে চোখটিতে আরও একটি গুলি রয়ে গেছে। এটি বেশি ভেতরে থাকায় বের করা যায়নি। এই চোখে আংশিক দৃষ্টিশক্তি থাকলেও গুলিটি বের করা না গেলে পুরোপুরি দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি।

টিটুর দাবি, গত ২৯ জুলাই দুপু‌রে দলীয় কর্মসূ‌চি পালনকা‌লে পু‌লি‌শের ছোড়া শটগা‌নের গু‌লি লা‌গে টিটুর চো‌খে। চোখ ছাড়াও শরীরের আরও অন্তত ৮টি স্থানে গুলি লাগে। গুলি লাগার পর থেকেই বাম চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না।

এদিকে বিএনপি নেতা টিটুর চো‌খে গুলির বিষয়‌টি নি‌য়ে আন্তর্জাতিক তদন্ত দা‌বি ক‌রে‌ছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। ‌

তি‌নি ব‌লেন, ম‌নে হ‌চ্ছে টিটুর দুটি চোখ নষ্ট হওয়ার পথে। ‌সে বাম চো‌খে দেখছেই না। আর ডান ‌চোখে ঝাপসা ‌দেখ‌ছে। ডাক্তার জা‌নি‌য়ে‌ছে তার বাম ‌চোখ ‌থে‌কে এক‌টি গু‌লি বের করা হ‌য়ে‌ছে। চো‌খে জ‌মে থাকা রক্তও ‌বের করা হয়ে‌ছে। আরও অপারেশন বাকি র‌য়ে গে‌ছে।

তিনি অভিযাগ করে বলেন, সেদিন আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের ‌মো‌ড়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিলাম। সেখানে বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর গুলি করে। এ সময় পু‌লি‌শের গু‌লি টিটুর চো‌খে লা‌গে। আমরা এ ঘটনায় আন্তর্জা‌তিক তদন্ত দা‌বি কর‌ছি।

টিটুর স্ত্রী আফরোজা ইসলাম ব‌লেন, আমার স্বামী বাম চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। ডান চোখে দৃষ্টি থাকলেও চোখের ভেতরে গুলি রয়েছে। গুলিটি বের করা না গেলে পুরোপুরি দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে চিকিৎসকরা শঙ্কা করছেন।

উল্লেখ‌্য, গত ২৯ জুলাই দুপু‌রে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জর ডাচ বাংলা মো‌ড়ে দলীয় কর্মসূ‌চি পাল‌নের সময় বিএন‌পির স‌ঙ্গে পু‌লি‌শের সংঘর্ষ হয়। সংঘ‌র্ষ চলাকালে পু‌লিশ গু‌লি কর‌লে টিটু চো‌খে গু‌লি‌বিদ্ধ হন। ঘটনার পরদিন রোববার সিদ্ধিরগঞ্জ থানার এসআই মুমিনুল হক বাদী হয়ে ২৩ বিএনপি নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ জন‌কে আসামি করে একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১১

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১২

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১৩

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৪

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৫

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৬

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৭

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৯

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

২০
X