জার্মানিতে চলমান ইউরো কাপে তৃতীয় দিনে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ঘটল রক্তপাতের ঘটনা। কুড়াল দিয়ে পুলিশের উপর আক্রমণ করতে যান এক সমর্থক। আত্মরক্ষায় কয়েক রাউন্ড গুলি চালায় জার্মানির পুলিশ।
বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে সমর্থককে। পুরো এলাকা ঘিরে রেখেছে জার্মান পুলিশ। হামলাকারী কোন দলের সমর্থক তা এখনো জানা যায়নি।
রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় জার্মানির হামবুর্গে পোলান্ড-নেদারল্যান্ডস ম্যাচের আগে এই ঘটনা ঘটে। জার্মান পুলিশের দাবি, একটি অস্ত্র নিয়ে এক কর্মকর্তার উপর হামলা করেছিলেন ওই সমর্থক। এতে গুলি চালাতে বাধ্য হন তারা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জামার্ন পুলিশ আরও দাবি করে, প্রথমে পিপার স্প্রে ছিটিয়ে ওই সমর্থককে কাবু করার চেষ্টা করা হয়। এতে কাজ না হলে গুলি চালানো হয়। একই সঙ্গে সকল সমর্থককে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে জার্মান পুলিশ আরও জানিয়েছে, শুধুমাত্র একজন সমর্থকই আক্রমণ করে, বাকি কেউ তার সঙ্গে যোগ দেয়নি।
শনিবার জার্মানির আরেক ডর্টমুন্ডে ইতালির সমর্থকদের উপর চড়াও হয় প্রায় ১০০ আলবেনিয়ান সমর্থক। মূলত শহরের এক রেস্তোরাঁয় এই হামলা চালানো হয়। দ্রুত বিশৃঙ্খল সমর্থকদের এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ।
ইউরো কাপের শুরু থেকে সমর্থকদের মধ্যে সংঘর্ষ জার্মান পুলিশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও জার্মানির পক্ষ থেকে আগেই জানানো হয় নিরাপত্তার জন্য অন্তত ২০ হাজার পুলিশ রাস্তায় নামানো হয়েছে।
মন্তব্য করুন