পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

পীরগাছা কলেজ চত্বর থেকে ছাত্রজনতার মিছিলটি বের হয়ে থানার সামনে রাস্তা অবরোধ করে। ছবি : কালবেলা
পীরগাছা কলেজ চত্বর থেকে ছাত্রজনতার মিছিলটি বের হয়ে থানার সামনে রাস্তা অবরোধ করে। ছবি : কালবেলা

পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা কর্তৃক গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি এবং ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) পীরগাছা কলেজ চত্বর থেকে ছাত্রজনতার একটি মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে।

শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট আমরা বিজয় মিছিল নিয়ে পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড়ে আসলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ করেন। আমরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করে তাদেরকে কোনঠাসা করি।

তবে এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা তাদের চাচা-ভাতিজা সম্পর্ক অটুট রাখতে সাধারণ ছাত্র-জনতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়েন। এতে পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থী একরামুল গুলিবিদ্ধ হয়। তবে সে প্রাণে বেঁচে যায়। বিষয়টি নিয়ে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। এজন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকি।

কিন্তু কিছুদিন যাবত ওই বিএনপি নেতা ও তার দলের নাম ব্যবহার করে মুষ্টিমেয় কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগের কিছু লোকজনকে ব্যবহার করে পীরগাছায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে পীরগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে বাধা দেই। তারই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ও বর্তমান পীরগাছা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কিছু সহযোদ্ধার নামে মিথ্যা মামলা করেন।

আমরা ছাত্ররা এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন ও শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের মধ্যেই যেন বিএনপির মত একটি ঐতিহ্যবাহী দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

ওই ঘটনায় থানায় মামলা রুজু করে বিএনপি নেতাকে গ্রেপ্তার, পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কারসহ পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে আমিনুলকে বহিষ্কারের দাবি জানানো হয় কর্মসূচিতে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ছাত্র-জনতার পক্ষ থেকে বিএনপি নেতার গুলির ঘটনায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পীরগাছা বাজার দোকান মালিক সমিতির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, চুরি ও লুটপাটের ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ২২ জনের নামে দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে ওই বিএনপি নেতা পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতে কিছু শিক্ষার্থীকে আসামি করা হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছিলেন বলে দাবী স্থানীয় সমন্বয়কদের। তবে লোকমুখে শোনা যাচ্ছে, ইতোমধ্যে মামলাটি ওই নেতা প্রত্যাহার করে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X