কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৩২ বছর পর অভিমান শেষে বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই

স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার ৩২ বছর পর বাড়ি ফেরেন মুর্শিদ মিয়া। ছবি : কালবেলা
স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার ৩২ বছর পর বাড়ি ফেরেন মুর্শিদ মিয়া। ছবি : কালবেলা

স্বামী-স্ত্রীর মধ্যে রাগ-অভিমান নতুন কিছু নয়। জীবন সংসারে এটি নিত্যদিনের ঘটনা। কিন্তু যদি সেই অভিমানের কারণে তিন দশকেরও বেশি সময় বাড়িঘর, স্ত্রী-সংসার সব ছেড়ে থাকা হয় তাহলে বিষয়টি বিস্ময়কর। এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছেড়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মুর্শিদ মিয়া। এরপর কেটে যায় প্রায় ৩২ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে স্বজনরা তার খোঁজ পান। কিন্তু বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই, অনেক আগেই স্বামীর ভিটা ছেলে চলে গেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় তিনি বাড়ি ফেরেন।

জানা যায়, ৭০ বছর বয়সী মুর্শিদ মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী মুরগীবাড়ি গ্রামে। স্ত্রীর সঙ্গে অভিমান করে যিনি বাড়ি ছেড়েছিলেন দীর্ঘ ৩২ বছর আগে। পরে জীবনের ৩২ বসন্ত পার করেছেন অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে একপর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার সব আশা ছেড়ে দেন।

মুর্শিদ মিয়ার ভাতিজা আব্দুল হাকিম কালবেলাকে বলেন, চাচা মুর্শিদ মিয়া বাড়ি ছাড়ার আগে থেকেই কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর মধ্যে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। ৩২ বছর পর চাচাকে ফিরে পেয়েছি। খুবই আনন্দ লাগছে। বাড়ি ছাড়ার পর থেকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শিবপুর বাজারে থাকতেন তিনি। ওইখানে স্থানীয়দের বাড়িতে কৃষি কাজ করতেন। বিভিন্ন জনের জমি চাষাবাদ করতেন। ৪-৫ দিন আগে ফেসবুকের মাধ্যমে চাচার সন্ধান পাই। পরে ঠিকানা নিয়ে বাবাকে (মুর্শিদ মিয়ার ভাই) নিয়ে যাই।

তিনি বলেন, আমাদের দেখে চাচা খুবই খুশি হন। নিজের ভাইকে চিনতেও পারেন। চাচা গত ৩২ বছরে সাড়ে চার লাখ টাকা জমা করেছিলেন, যা কয়েকেদিন আগে মসজিদে দান করে দেন। স্ত্রীর সঙ্গে অভিমানে বাড়ি ছাড়লেও নতুন করে কোনো বিবাহ করেননি তিনি। স্কুলের বারান্দা, বাজার, মসজিদের বারান্দা, মানুষের বাড়ি যেখানে সুবিধা পেতেন সেখানেই রাত যাপন করতেন। কয়েক মাস ধরে তিনি অসুস্থ। এক পর্যায়ে বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিছুদিন আগে ধুকুন্দি গ্রামের এক বাসিন্দা ফেসবুকে মুর্শিদ মিয়াকে নিয়ে পোস্ট করেন। পরে আমরা তাকে চিনতে পারি। চাচার কোনো সন্তান নেই। চাচা যেন জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারেন আমরা সে চেষ্টাই করব।

পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, ফেসবুকের মাধ্যমে মুর্শিদ মিয়ার খোঁজ পাওয়া যায়। পরে তার আত্মীয়স্বজন তাকে গিয়ে নরসিংদী থেকে নিয়ে আসেন। ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় সে জন্য পরিবারের সদস্যরা মুর্শিদ মিয়াকে নিয়ে থানায় এসেছিলেন। আমাদের বিষয়টি জানিয়েছেন। তার সম্পদসহ সব বিষয় নিয়ে মুর্শিদ মিয়া ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আশা করি বাকি জীবন তারা একসঙ্গে কাটাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির কাঠগড়ায় দ্বৈত নাগরিকত্ব

আর্টেমিস-২ মিশন / ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

গাজার জন্য গঠিত বোর্ড অব পিসে আমন্ত্রণ পেলেন যারা

লামিন বনাম রিয়াল: স্পেন শিবিরে বাড়ছে অস্বস্তি

রক্ত লাগলে রক্ত দেব: সারজিস

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

১১

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

১২

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ

১৩

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

১৪

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

১৫

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

১৬

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১৭

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

১৮

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

১৯

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

২০
X