খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পাইকগাছার দেলুটি ইউনিয়নে ১৩টি গ্রামের বন্যার্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ইউনিয়নের বন্যায় দুর্গত প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহসভাপতি অধ্যক্ষ অযিদ কুমার বিশ্বাস, সহসভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালি, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মন্ডল প্রমুখ।
পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, আজকে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রামে শতাধিক পরিবারের মাঝে আমরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা মানবতার সেবায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে সাহায্য পৌঁছে দিয়েছি সামাজিক দায়বদ্ধতার কারণে।
মন্তব্য করুন