দিনাজপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাঈদ আলী (৫৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, মৃত কয়েদি সাঈদ আলী দিনাজপুর ফুলবাড়ী উপজেলার গড় পিংলাই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানায় সাঈদ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ১০ এবং কয়েদি নম্বর ১৭৭৪/এ।
পরে ২০১০ সালে হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রোববার ভোরে অসুস্থতা বোধ করলে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, হত্যা মামলায় সাঈদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত এক বছর ধরে তিনি কারাগারে ছিলেন। আজ ভোরে দিনাজপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সাঈদ আলীর মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন